মিষ্টি কুমড়োর পকোড়া (mishty kumror pakoda recipe in Bengali)

Nabanita Sarkar Modak
Nabanita Sarkar Modak @cook_25535105

#ভাজার রেসিপি
খুব সহজ ও সুস্বাদু এই রেসিপিটা খুব কম উপকরণ ও কম সময় এ বানিয়ে নেওয়া যায়।

মিষ্টি কুমড়োর পকোড়া (mishty kumror pakoda recipe in Bengali)

#ভাজার রেসিপি
খুব সহজ ও সুস্বাদু এই রেসিপিটা খুব কম উপকরণ ও কম সময় এ বানিয়ে নেওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৩-৪ জনের জন্য
  1. ৮-১০ টুকরো স্লাইস করে কেটে রাখা কুমড়ো
  2. ১চা চামচ হলুদ গুঁড়ো
  3. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  4. স্বাদ মতো নুন
  5. ৪ টেবিল চামচ বেসন
  6. ৩টেবিল চামচ চালের গুঁড়ো
  7. পরিমান মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    স্লাইস করে কেটে রাখা কুমড়োর টুকরো গুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নেব।

  2. 2

    এবার কুমড়োর টুকরো গুলিতে দিয়ে দেব নুন,হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো,বেসন,চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।আপনারা চাইলে কালজিরে দিতে পারেন। আমি দেই নি।

  3. 3

    এবার এই মিশ্রন এ অল্প অল্প করে জল দিয়ে বেটার বানিয়ে নেব।৩-৪মিনিট ঢেকে রেখে দেব।

  4. 4

    এবার চুলাতে একটি কড়া বসিয়ে তেল গরম করে নেব এবং একে একে কুমড়োর টুকরো গুলু কড়াতে দিয়ে ভেজে নেব ভালো করে।

  5. 5

    গরম গরম কুমড়োর পকোড়া পরিবেশন করব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Sarkar Modak
Nabanita Sarkar Modak @cook_25535105

Similar Recipes