তালের বড়া (taler bora recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#ভাজার রেসিপি
ভাদ্র মাসে তাল পাওয়া যায় আমরা এই সময়টার জন্য প্রত্যেকেই অপেক্ষা করে থাকি তাল দিয়ে বড়া অসাধারণ খেতে হয়।

তালের বড়া (taler bora recipe in Bengali)

#ভাজার রেসিপি
ভাদ্র মাসে তাল পাওয়া যায় আমরা এই সময়টার জন্য প্রত্যেকেই অপেক্ষা করে থাকি তাল দিয়ে বড়া অসাধারণ খেতে হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টাতাল
  2. 4 টেকলা
  3. 1 কাপনারকেল কোরা
  4. স্বাদমতোচিনি
  5. 1 কাপচালের গুঁড়ো
  6. প্রয়োজন মতোময়দা
  7. প্রয়োজন মতোভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই তালের উপরের খোসা ছাড়িয়ে একটি গ্রেটার এর সাহায্যে ঘষে ঘষে পাল্প বের করে চাকনি র সাহায্যে ছেঁকে নিতে হবে। যাতে কোনরকম আশ না থাকে ।

  2. 2

    এরপর একটি পাত্রে কলা খোসা ছাড়িয়ে ভালো করে চটকে তারমধ্যে নারকেল কোরা চিনি দিয়ে ভালো করে চটকে তালের পাল্প মিশিয়ে দিতে হবে। এরপর চালের গুঁড়ো ও প্রয়োজনমতো ময়দা দিয়ে ভাল করে মেখে নিতে হবে।

  3. 3

    এবার একটি করাতে অনেকটা বেশি পরিমাণে তেল গরম করে খুব ছোট ছোট করে লাল ও মুচমুচে করে ভেজে তুলে নিলেই রেডি তালের বড়া।

  4. 4

    এরপর পরিবেশন করেছি মুচমুচে খুব টেস্টি খেতে তালের বড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes