তালের বড়া (taler Bora recipe in Bengali)

Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal

#ভাজার রেসিপি
এই ভাদ্রমাসে তাল একটি জনপ্রিয় জিনিস। সকলের ঘরেই তাল দিয়ে নানা রকম খাবার তৈরি হয়, তালের ক্ষীর, তালের পাটিসাপটা, তালের মালপোয়া ইত্যাদি নানা রকম সুস্বাদু খাবার। তারমধ্যে তালের বড়াও একটি সুস্বাদু ও মুখরোচক ভাজা।

তালের বড়া (taler Bora recipe in Bengali)

#ভাজার রেসিপি
এই ভাদ্রমাসে তাল একটি জনপ্রিয় জিনিস। সকলের ঘরেই তাল দিয়ে নানা রকম খাবার তৈরি হয়, তালের ক্ষীর, তালের পাটিসাপটা, তালের মালপোয়া ইত্যাদি নানা রকম সুস্বাদু খাবার। তারমধ্যে তালের বড়াও একটি সুস্বাদু ও মুখরোচক ভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় ১ থেকে দেড় ঘণ্টা
৮ জনের জন্য
  1. ১ টি তাল
  2. ২ কাপ ময়দা
  3. ১ কাপ সুজি
  4. ১/২ কাপআতপ চালের গুঁড়ো
  5. ১ কাপ নারকেল কোড়া
  6. ১/২ কাপচিনি
  7. (প্রয়োজন মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

সময় ১ থেকে দেড় ঘণ্টা
  1. 1

    প্রথমে তাল ধুয়ে ওপরের ছাল ছাড়িয়ে একটি বাশেঁর ঝুড়ি কিংবা যার যাতে সুবিধা হয় সেভাবে তালের পাল্প বের করে নেবেন। তারপর সেই রস একটি পরিস্কার পাতলা কাপড়ে ঢেলে মাঝখানে সামান্য পরিমাণ চুন দিয়ে কাপড় টা বেধে (যেভাবে ছানা ঝোলানো হয়) সেভাবে ১ ঘন্টা মতো ঝুলিয়ে রেখেছি, তাতে তালের তেতো জল বেরিয়ে যায়। বড়াও খুব ভালো হয়। এই পদ্ধতি মায়ের কাছে শেখা।

  2. 2

    এবার জল ঝরে গেলে ওপর থেকে ভালো করে বাকি জল টা কাচিয়ে ফেলে রস হাত দিয়ে চেপে চেপে বের করে নিয়েছি, সব রস বের হয়ে গেলে কাপড়ের ভেতর চুনের ড্যালা শক্ত হয়ে থাকবে, আর তালের আঁশ গুলোও ভালো মতো থেকে যাবে ওগুলো ফেলে দিতে হবে। তাতে বড়ায় একটাও আঁশ থাকবে না।

  3. 3

    এবার ব্যাটারের জন্য ময়দা, সুজি, নারকেল কোড়া, চালের গুঁড়ো, চিনি, ইত্যাদি দিয়ে ভালো করে মাখতে হবে। যদি ব্যাটার খুব ঘন হয় তাহলে দুধ দিয়ে ব্যাটার ঠিকমতো বানাতে হবে। তারপর কড়ায় তেল দিয়ে তেল গরম হলে যার যেমন পছন্দ সেই আকারের গোল গোল করে তেলে ছাড়তে হবে। মাঝারি আঁচে ভাজলেই ভালো হয়।

  4. 4

    এভাবেই সবগুলো বড়া ভেজে নিয়েছি। ভীষণ সুস্বাদু এই তালের বড়া।

  5. 5

    যদি ব্যাটারের জন্য জল প্রয়োজন হয় তাহলে জলের পরিবর্তে দুধ (প্রয়োজন মতো)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal
আমি যে কোনো ধরনের রান্না এবং সাজিয়ে পরিবেশন করতে পছন্দ করি। রান্না ও নতুন কিছু শেখার আগ্রহ ছোটোবেলা থেকেই।
আরও পড়ুন

Similar Recipes