এগ-সোয়া চাউমিন(egg soya chowmin recipe in Bengali)

Attreyee Ghosh
Attreyee Ghosh @attreyee

এগ-সোয়া চাউমিন(egg soya chowmin recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২প্যাকেটচাউমিন
  2. ২ টি ছোটোপেঁয়াজ
  3. ৩-৪কোয়ারসুন
  4. ১টাগাজর ছোটো
  5. ১০টিবিন্স
  6. ১টি মাঝারিক্যাপ্সিকাম
  7. ১ মুঠোবাঁধাকপি কুচি
  8. ৫০গ্রামসাদা তেল
  9. ২টিডিম
  10. ১/২ প্যাকেট (১০ টাকার )সোয়াবিন
  11. স্বাদমতোনুন
  12. ১/২চা চামচলঙ্কা গুঁড়ো
  13. ২চা চামচমরিচ গুঁড়ো
  14. ১চা চামচঅরিগ্যানো
  15. ২চা চামচটমেটো সস
  16. ১চা চামচসোয়া সস
  17. ১/২চা চামচভিনিগার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সোয়াবিন টাকে জলে নুন,লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে হবে।তারপর সেদ্ধ হয়ে গেলে জল চিপে রেখে দিতে হবে।ডিম গুলো ভেজে টুকরো করে নিতে হবে।চাউমিন টাকে আধ সেদ্ধ করে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে সাদা তেল গরম হলে তাতে সব সবজি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ চাউমিন টা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে সস গুলো দিয়ে মেশাতে হবে।এবার অল্প ভিনিগার,ডিম ভাজা আর সেদ্ধ সোয়াবিন গুলো দিয়ে মিশিয়ে স্বাদমতো নুন,মরিচ গুঁড়ো আর অরিজ্ঞানো দিয়ে নামিয়ে ওপরে টমেটো সস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Attreyee Ghosh
Attreyee Ghosh @attreyee

Similar Recipes