তরমুজের সরবৎ(Tarmooj r sharbat recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#ebook2
জন্মাষ্টমী/রথযাত্রা
গোপালের তো ভাদ্র মাসের ভ্যপসা গরমে প্রাণ ওষ্ঠাগত।তো বাপু তার ও তো ইচ্ছে করে ঠান্ডা পানীয় তে গলা ভেজাতে। আমার গোপালের জন্য তাই নিয়ে এলাম এই তরমুজের সরবৎ আর তোমাদের জন্য রেসিপি😉

তরমুজের সরবৎ(Tarmooj r sharbat recipe in Bengali)

#ebook2
জন্মাষ্টমী/রথযাত্রা
গোপালের তো ভাদ্র মাসের ভ্যপসা গরমে প্রাণ ওষ্ঠাগত।তো বাপু তার ও তো ইচ্ছে করে ঠান্ডা পানীয় তে গলা ভেজাতে। আমার গোপালের জন্য তাই নিয়ে এলাম এই তরমুজের সরবৎ আর তোমাদের জন্য রেসিপি😉

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টা তরমুজ
  2. ১ চা চামচ লেবুর রস
  3. ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  4. স্বাদ অনুযায়ীবীট নুন
  5. স্বাদ অনুযায়ীচিনি (আমার তরমুজ টা খুব মিষ্টি ছিল তাই আলাদা করে চিনি ব্যবহার করিনি।)
  6. প্রয়োজন অনুযায়ীপুদিনা পাতা(ঐচ্ছিক)সাজানোর জন্য
  7. প্রয়োজন মতোতরমুজ স্কুপ ও লেবু টুকরো সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে তরমুজ ভাল করে ধুয়ে কাটতে হবে।সবুজ খোসা কাটা ফেলে দিতে হবে।ভেতরের লাল অংশ ছোট করে কেটে বীজ ফেলে ব্লেন্ডারে দিতে হবে।

  2. 2

    রস করে নিয়ে ছাকনির সাহায্যে রসটা ছেঁকে নিতে হবে।

  3. 3

    এবার এই রসে বীটনুন,লেবুর রস,গোলমরিচ গুঁড়ো ও চিনি ব্যবহার করলে চিনি দিয়ে ভাল করে মেশাতে হবে।

  4. 4

    ফ্রিজে রেখে ঠান্ডা করে গ্লাসে ঢেলে সার্ভ কর।একটা টুথপিকে র দুদিকে দুটো তরমুজ স্কুপ ও মাঝে একটা লেবু চিড় গেঁথে আড়াআড়ি গ্লাসের মুখে রেখে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes