ফুলকপির কোরমা (phulkopir korma recipe in bengalI)

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

#দৈনন্দিন রেসিপি
আলু ফুলকপি খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যা য তখন ফুলকপির কোরমা বানালে বেশ খেতে ভালো লাগে একটু অন্যরকম লাগে ,আবার একটু অন্যরকম স্বাদ ও পাওয়া যায়।

ফুলকপির কোরমা (phulkopir korma recipe in bengalI)

#দৈনন্দিন রেসিপি
আলু ফুলকপি খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যা য তখন ফুলকপির কোরমা বানালে বেশ খেতে ভালো লাগে একটু অন্যরকম লাগে ,আবার একটু অন্যরকম স্বাদ ও পাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪জন
  1. ১ বাটি ফুলকপি
  2. ১ বাটি দুধ
  3. গোটা গরম মসলা (১ ইঞ্চি দারচিনি, ১ টা শুকনো লঙ্কা,২ টো লবঙ্গ)
  4. ৭ চামচ সাদা তেল
  5. ২ টো পেঁয়াজ বাটা
  6. ১/২ চা চামচ আদা বাটা
  7. ১/২ চা চামচ রসুন বাটা
  8. ২ চা চামচ কাজুবাটা
  9. ২ চা চামচ দই
  10. ১/২ চামচ কাঁচা লঙ্কা বাটা
  11. স্বাদ মতনুন আর চিনি
  12. ১ চা চামচ গরম মসলার গুঁড়ো
  13. ১ চিমটি লাল লঙ্কার গুঁড়ো
  14. ৪ টে গোটা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথম এসব জিনিস এক জায়গায় গুছিয়ে নিলাম।

  2. 2

    এবার ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিতে হবে।

  3. 3

    কড়াইতে সাদা তেল দিয়ে ফুলকপি গুলো ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    ওই তেলে গোটা গরম মসলা (দারচিনি,লবঙ্গ,শুকনো লঙ্কা) দিতে হবে।

  5. 5

    ফরোনের সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে । পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে তাতে আদা বাটা, রসুন বাটা,দিয়ে কষাতে হবে।

  6. 6

    কষানো হলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা,সামান্য লঙ্কার গুরো,গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে কাজু বাদাম বাটা,ও দই টা দিয়ে দিতে হবে।

  7. 7

    মসলা থেকে তেল ছারলে দুধ টা দিয়ে দিতে হবে,এবার একে একে ফুলকপি,নুন,চিনি,দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ফুলকপি সেদ্ধ হলে গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  8. 8

    নামিয়ে ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করুন ফুলকপির কোরমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

Similar Recipes