নবরত্ন কোরমা (navratna korma recipe in Bengali)

Rama Das Karar
Rama Das Karar @hata_khunti_
Kolkata

#GA4
#week18
এবারের পাসল থেকে আমি ফ্রেঞ্চ বিন শব্দটি নিয়ে নবরত্ন কোরমা বানাল্যাম।

নবরত্ন কোরমা (navratna korma recipe in Bengali)

#GA4
#week18
এবারের পাসল থেকে আমি ফ্রেঞ্চ বিন শব্দটি নিয়ে নবরত্ন কোরমা বানাল্যাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৪-৫ জন
  1. ১ কাপ আলু (ছোট চৌকো করে কাটা)
  2. ১ কাপ গাজর
  3. ১ কাপ ক্যাপ্সিকাম
  4. ১ কাপ ফ্রেন্চ বিন্স
  5. ১.৫ কাপ মটরশুটি
  6. ১৫০ গ্রাম পনির
  7. ২ টি টমেটো পেস্ট করা
  8. ৪ টি চেরা কাঁচালঙ্কা
  9. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. ২ কাপ ফুলকপি
  11. প্রয়োজন মত ধনেপাতা কুচি
  12. ৪ টেবিল চামচ চারমগজ বাটা
  13. ৩ টেবিল চামচ কাজু পোস্ত বাটা
  14. ১ চা চামচ ঘি
  15. ১.৫ টেবিল চামচ আদাবাটা
  16. ২ টেবিল চামচ টকদই
  17. ১কাপ দুধ
  18. স্বাদমতোনুন
  19. ২-৩ টেবিল চামচ চিনি
  20. ১/২ চা চামচ হিং
  21. প্রয়োজন মতোতেল
  22. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়ো
  23. ১/২ চা চামচ কাসুরি মেথি
  24. ১ চা চামচ জিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    আলু গাজর ফুলকপি বিন্স মটরশুটি এক চামচ চিনি দিয়ে জলে সিদ্ধ করে নিতে হবে ৫-৬ মিনিট। এরপর ছাকনিতে জল ঝরিয়ে নিতে হবে। সবজিগুলো ৫০% সিদ্ধ হবে।

  2. 2

    ফ্রাইং প্যানে তেল গরম করে ভেজে নিতে হবে। আরও খানিকটা তেল দিয়ে গোটা জিরে হিং ফোড়ন দিতে । ১০ সেকেন্ড পর আদা বাটা দিয়ে কিছুখন ফ্রাই করে টমেটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর সবজি গুলো দিয়ে ভাল করে ভেজে নিতে হবে। ২ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে হবে।

  3. 3

    তিন মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ফেটানো টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে চারমগজ ও কাজুবাটা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে ভাল করে ভেজে নেব। তারপর দুধও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফুটে উঠলে ঢাকা চাপা দিব কম আঁচে।

  4. 4

    5 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা ঘন হয়ে এলে ড্রাই রোস্ট করা কাস্তুরি মেথি গরম মসলা ও এক চামচ ঘি চিতা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ভাল করে মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডবাই রেখে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rama Das Karar
Rama Das Karar @hata_khunti_
Kolkata

Similar Recipes