নুডুলস স্যালাড অমেলেট (noodles salad omelette Recipe Bengali)

Asma Sk
Asma Sk @cook_17765864

#GA4
#Week2 নুডুলস স্যালাড অমেলেট যখন ইচ্ছে হবে খেতে খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে পারবে। একসঙ্গে 2 রকম স্বাদ পাওয়া যাবে। ভিতরে স্যালাড বাইরে ওমলেট। অসাধারণ খেতে লাগে একবার ট্রাই করে দেখতে পারেন সকলে।

নুডুলস স্যালাড অমেলেট (noodles salad omelette Recipe Bengali)

#GA4
#Week2 নুডুলস স্যালাড অমেলেট যখন ইচ্ছে হবে খেতে খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে পারবে। একসঙ্গে 2 রকম স্বাদ পাওয়া যাবে। ভিতরে স্যালাড বাইরে ওমলেট। অসাধারণ খেতে লাগে একবার ট্রাই করে দেখতে পারেন সকলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জন
  1. 1 কাপসিদ্ধ করা নুডুল, যে কোন নুডল হলেই চলবে।
  2. 5 টাডিম
  3. 1 কাপক্যাপসিক কুচি
  4. 1/2 কাপপেয়াজ কুচি
  5. 1/2 কাপটমেটো কুচি
  6. 1টিডিম সিদ্ধ কুচি করে কাটা
  7. 1 টাআলু সিদ্ধ কুচি করে কাটা
  8. প্রয়োজন অনুযায়ীসামান্য ধনে পাতা কুচি
  9. স্বাদমতলবণ
  10. 1 চা চামচভাজা জিরে গুঁড়ো
  11. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  12. প্রয়োজন মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    সিদ্ধ করা নুডুলস এর মধ্যে ক্যাপ্সিকাম, টমেটো,পেঁয়াজ, সিদ্ধ ডিমের কুচি, সেদ্ধ আলু কুচি, সামান্য ধনে পাতা সমস্ত একসঙ্গে মিক্স করে তার মধ্যে স্বাদমতো লবণ, জিরেগুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে।

  2. 2

    এবারে দুটো ডিম লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিতে হবে তারপরে ফ্রাইপেনের মধ্যে তেল দিয়ে ফেটানো ডিম দিয়ে দিতে হবে। ফেটানো ডিমের মধ্যে খানে দিয়ে দিতে হবে নুডুলস স্যালাড 2 টেবিল চামচ। 2 মিনিট কুক করে নুডুলস স্যালাড মধ্যেখানে রেখে ওমলেট দিয়ে চারিধারে ফোল্ড করে দিতে হবে।

  3. 3

    এরকম ভাবেই তৈরি হয়ে যাবে নুডুলস স্যালাড ওমলেট। উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে হবে। *এইরকম ভাবে আর একটি বানিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Sk
Asma Sk @cook_17765864

Similar Recipes