ভেজ নুডলস (Veg noodles recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#GA4
#Week2
ভেজ নুডলস বানালাম। পরিবারের সকলের পছন্দ। যদি ও আজকের রেসিপি ভেজ নুডলস কিন্তু সঙ্গে একটু টমেটো স্যুপ ও আলুর কাটলেট ও পরিবেশন করবো।

ভেজ নুডলস (Veg noodles recipe in Bengali)

#GA4
#Week2
ভেজ নুডলস বানালাম। পরিবারের সকলের পছন্দ। যদি ও আজকের রেসিপি ভেজ নুডলস কিন্তু সঙ্গে একটু টমেটো স্যুপ ও আলুর কাটলেট ও পরিবেশন করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ২০০গ্রামনুডলস
  2. ১টিক্যাপ্সিকাম
  3. ৫০গ্রামবিন্স
  4. ১টিগাজর
  5. ১টি বড়পেঁয়াজ
  6. ১ টেবিল চামচরসুন কুচি
  7. ১চা চামচমিক্স হার্বস
  8. ১চা চামচগোলমরিচ গুঁড়ো
  9. ৩ টেবিল চামচটমেটো সস
  10. ১ টেবিল চামচসয়া সস
  11. ১ টেবিল চামচচিলি সস
  12. স্বাদমতোনুন
  13. ৩ টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    কড়া তে ২ লিটার মতো জল দিয়ে তারমধ্যে ২ চা চামচ নুন ও ১ চা চামচ তেল দিয়ে ফুটিয়ে নুডলস প্যাকেট থেকে বের করে ভেঙ্গে ফুটন্ত জলে মিশিয়ে চড়া আঁচে ফুটতে দিতে হবে। দেখা যাবে কিছুক্ষন পর জল স্বচ্ছ হয়ে যাচ্ছে। তখন নুডলস চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। একটি ছাঁকনি তে নুডলস ঢেলে ওপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে দিতে হবে। গাজর, বিন, ক্যাপ্সিকাম, পেঁয়াজ কুচি ও রসুন কুচি নিতে হবে।

  2. 2

    কড়া তে তেল গরম করে রসুন কুচি ও মিক্স হর্বস দিয়ে ১ মিনিট নাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচি যোগ করে ২ মিনিট নেড়ে নিয়ে সমস্ত সবজি কুচানো যোগ করে নাড়াতে হবে। সবজি অল্প নরম হলে টমেটো সস, সয়া সস ও চিলি সস মিশিয়ে নিতে হবে।

  3. 3

    সবজির সাথে স্বাদমতো নুন ও নুডুলস মেশাতে হবে কম আঁচে। ভালো ভাবে মিশে গেলে তৈরি ভেজ নুডুলস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes