ভেজ এগ নুডলস (Veg egg noodles recipe in bengali)

Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4
শীতকালীন সবজি ও ডিম দিয়ে তৈরি নুডলস স্বাদে দারুন হয়। এভাবে আপনারাও তৈরি করুন, নিশ্চয়ই ভালো লাগবে।

ভেজ এগ নুডলস (Veg egg noodles recipe in bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4
শীতকালীন সবজি ও ডিম দিয়ে তৈরি নুডলস স্বাদে দারুন হয়। এভাবে আপনারাও তৈরি করুন, নিশ্চয়ই ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
6 জনের জন্য
  1. 6 প্যাকেটনুডলস
  2. 2 টিগাজর
  3. 2 টিপেঁয়াজ
  4. 6-8 কোয়ারসুন কুচি
  5. 1 টি ছোট ফুলকপি
  6. 1 টি বড় ক্যাপ্সিকাম
  7. 6 টিকাঁচালঙ্কা কুচি
  8. 1 ইঞ্চিআদা গ্রেড করা
  9. স্বাদ মতনুন
  10. 4 টিডিম
  11. 1টেবিল চামচ সয়া সস
  12. 1 চা চামচরেড চিলি সস
  13. 1টেবিল চামচ ভিনিগার
  14. 1 চা চামচচিনি
  15. 2 মুঠোপেঁয়াজ শাক কুচি
  16. 8 টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    গাজর, পেঁয়াজ, ক্যাপ্সিকাম সরু সরু করে লম্বা করে কেটে নিন। ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিন।

  2. 2

    নুন দিয়ে জল ফুটতে দিন। ফুটতে শুরু করলে নুডলস দিন। সেদ্ধ হলে ঠান্ডা জলে ধুয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ঝাঁকিয়ে, জল ঝরতে রেখে দিন।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে, ডিম নুন দিয়ে ফেটিয়ে ঢেলে দিন। ডিমের ঝুরি তৈরি করে তুলে রাখুন।

  4. 4

    আবার কড়াইতে সাদা তেল দিয়ে গাজর ও ফুলকপি দিন। নুন দিয়ে নাড়াচাড়া করে 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখুন কম আঁচে। তারপর ঢাকনা খুলে গ্যাস বাড়িয়ে ভেজে তুলে রাখুন।

  5. 5

    কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিয়ে, পেঁয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি দিন। ভেজে নিয়ে গ্রেড করা আদা, ভিনিগার, রেড চিলি সস, সয়া সস, চিনি দিন। ভেজে রাখা গাজর ও ফুলকপি দিন। সেদ্ধ নুডলস, নুন, ডিমের ঝুরি ও পেঁয়াজ শাক কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata
I love cooking. Want to learn more cooking recipes.
আরও পড়ুন

Similar Recipes