এগ নুডলস (  egg noodles recipe in bengali)

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#GA4
#Week2
এবারের ধাঁধা দিয়ে আমি নিয়েছি নুডলস, নুডলস এমন একটা ডিস যা বাচ্চাদের খুব পছন্দের খাবার, এগ নুডলস কোলকাতার খুবই জনপ্রিয় খাবার। আমি বাড়িতে ই বাচ্চাদের জন্য এগ নুডলস বানিয়ে দি।এটা খুব সহজ রান্না।

এগ নুডলস (  egg noodles recipe in bengali)

#GA4
#Week2
এবারের ধাঁধা দিয়ে আমি নিয়েছি নুডলস, নুডলস এমন একটা ডিস যা বাচ্চাদের খুব পছন্দের খাবার, এগ নুডলস কোলকাতার খুবই জনপ্রিয় খাবার। আমি বাড়িতে ই বাচ্চাদের জন্য এগ নুডলস বানিয়ে দি।এটা খুব সহজ রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ১ প্যাকেট নুডলস
  2. ২ টো ডিম
  3. ১ টা পেঁয়াজ
  4. ১/২ ক্যাপ্সিকাম
  5. ১ টা ছোট গাজর কুচি
  6. ১/৪ কাপ বিন্সকুচি
  7. ১/২ কাপ বাঁধাকপি
  8. ১ চা চামচ সয়া সস
  9. ১ চা চামচটমেটো সস
  10. ১ চা চামচ চিলি সস
  11. ৩ চা চামচ তেল
  12. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  13. ১ চা চামচনুডলস মসলা
  14. ১/২চা চামচ লংকা গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    একটা বড় হাড়িতে ১/২ চামচ নুন ও ১/২ চামচ তেল ও ১ জগ জল দিয়ে গ্যাসে জল ফুটতে দিন, জল ফুটে উঠলে ওতে নুডলস দিয়ে ৫/৭ মিনিট সেদ্ধ করুন।

  2. 2

    তারপর নুডলস ছেঁকে নিন।

  3. 3

    সব সবজি কে ছোট ছোট করে কেটে নিন।

  4. 4

    এবার গ্যাসে একটা প্যান বসান, তেল দিন, তেল গরম হলে ওতে ২ টো ডিম ভেঙে দিন। ডিম টাকে ভালো করে ভাজুন।ডিম ভাজা কে একটা প্লেটে তুলে নিন।

  5. 5

    এবার ওই প্যানে তেল দিন, আর সব সব্জির,পেঁয়াজ অল্প নুন দিয়ে ভাজুন।

  6. 6

    তারপর সবজি তে সয়া সস, টমেটো সস,চিলি সস, গোলমরিচ গুঁড়ো, নুডলস মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  7. 7

    এবার ভেজে রাখা ডিম টা সবজি তে দিয়ে ভালো করে মিক্স করুন।

  8. 8

    তারপর সেদ্ধ করে রাখা নুডলস দিন আর সবজি সাথে মিক্স করুন।

  9. 9

    তৈরি এগ নুডলস, গরম গরম পরিবেশন করুন। সাথে টমেটো সস দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

Similar Recipes