উপমা(Upma Recepi In Bengali)

Priyanka Samanta
Priyanka Samanta @cook_24935309

#সহজ রেসিপি
#culinarywonders
উপমা সহজ একটা রেসিপি।সকালের জল খাবারে খেতে খুবই ভালো লাগে।উপমা বানানো খুব সহজ ও চটজলদি বানানো যায়।

উপমা(Upma Recepi In Bengali)

#সহজ রেসিপি
#culinarywonders
উপমা সহজ একটা রেসিপি।সকালের জল খাবারে খেতে খুবই ভালো লাগে।উপমা বানানো খুব সহজ ও চটজলদি বানানো যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
২জনের জন্য
  1. ১কাপ সুজি
  2. ১/২কাপ গাজর কুঁচি
  3. ১/২ কাপ বিন্সকুঁচি
  4. ২টেবিল চামচ কাঁচালঙ্কা কুঁচি
  5. ১৫ টাকাজুবাদাম
  6. ১৫টা কিসমিস
  7. স্বাদ মতো নুন
  8. ১/২টেবিল চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদ মতো চিনি
  10. ৪টেবিল চামচ ঘি
  11. ১টা তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে একটা কড়ায় ঘি দিয়ে আগে কাজু,কিসমিস ভেজে রেখে দিতে হবে।তারপর সব সবজি গুলো ভালো করে ভেজে রেখে দিতে হবে।

  2. 2

    এবার কড়ায় ঘি আর তেজপাতা দিয়ে সুজি দিয়ে দিতে হবে।সুজিটা ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে।সুজিটা যখন ভাল করে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা কাজু,কিসমিস,গাজর,বিনস,পেঁয়াজ,কাঁচা লঙ্কা সব দিয়ে ভাল করে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, লঙকা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে স্বাদমতো নুন আর চিনি দিয়ে দিতে হবে।জল দেওয়ার পর আবার ৫মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে সুজিটা যখন ঝরঝরে হয়ে আসবে তখন বুজতে হবে উপমা তৈরি।

  3. 3

    এবার সকালের জল খাবারে গরম গরম উপমা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Samanta
Priyanka Samanta @cook_24935309

Similar Recipes