মটন চাপ (mutton chap recipe in bengali)

Ivy Chatterjee
Ivy Chatterjee @cook_23790829
কলকাতা

#GA4
#week3
জিভে জল আনা মটন চাপ । যেকোনো রেস্টুরেন্টের চাপকে চাপে ফেলে দেবে।😋

মটন চাপ (mutton chap recipe in bengali)

#GA4
#week3
জিভে জল আনা মটন চাপ । যেকোনো রেস্টুরেন্টের চাপকে চাপে ফেলে দেবে।😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 30 মিনিট
4 জন
  1. 750 গ্রামমটন (ছোট পিস করা)
  2. 4টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা
  3. 1 টাবড় পিঁয়াজ বাটা
  4. 1 টাগোটা রসুন, 2 ইঞ্চি আদা ও 4 টি কাঁচা লঙ্কা একসাথে বাটা
  5. 150 গ্রামটক দই
  6. চাপের মসলা:-
  7. 8 টিছোট এলাচ
  8. 2 ইঞ্চিদারচিনি
  9. 10 টিলবঙ্গ
  10. 1 টিজায়ফল
  11. 1 টিজয়িত্রী
  12. 1 চা চামচগোল মরিচ
  13. 2 টিতেজপাতা
  14. 2 টিশুকনো লঙ্কা
  15. 5টেবিল চামচ সাদা তেল
  16. 2টেবিল চামচ ডালডা
  17. 1 চা চামচঘি
  18. 1টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  19. 2 ফোঁটামিঠা আতর
  20. 1 চা চামচক্যাওড়া জল
  21. 1 চা চামচগোলাপ জল
  22. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 30 মিনিট
  1. 1

    প্রথম চাপের সমস্ত মসলা যেমন:ছোট এলাচ,দারচিনি,লবঙ্গ,জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে।

  2. 2

    মটন ম্যারিনেশন:-এরপর মটন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে একে একে পেঁপে বাটা, পিঁয়াজ বাটা, আদা,রসুন,কাঁচা লঙ্কা বাটা, টক দই, 1.5 টেবিল চামচ বানিয়ে রাখা চাপের মসলা,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ক্যাওড়া জল ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টা।

  3. 3

    6/7 ঘন্টা পরে গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে ডালডা ও সাদা তেল গরম করে ম্যারিনেট করে রাখা মটন দিয়ে দিতে হবে। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে কষাতে হবে । তারপর 45 মিনিট মিডিয়াম থেকে লো ফ্লেমে চাপা দিয়ে কষাতে হবে । এরমধ্যে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে।

  4. 4

    যখন মটন নরম হয়ে যাবে ও তেল ছেড়ে দেবে তখন 1 চা চামচ চাপের মসলা ও 1 টেবিল চামচ রোস্টেড ছাতু দিয়ে আরো 10 মিনিট নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    এরপর তাতে 1 চা চামচ ক্যাওড়া জল, 1 চা চামচ গোলাপ জল ও 2 ফোটা মিঠা আতর দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে গ্যাস অফ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে।

  6. 6

    এরপর গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ivy Chatterjee
Ivy Chatterjee @cook_23790829
কলকাতা
স্কুল টিচার, রান্না করা আমার প্যাসন
আরও পড়ুন

Similar Recipes