চাউ অমলেট (Chow omelette recipe in bengali)

Susmita Saha
Susmita Saha @cook_26602526

#khong #আমিরান্নাভালোবাসি সন্ধ্যাবেলায় চটজলদি তৈরি একটা জলখাবার। বাচ্চাদের এটা খুব পছন্দ হবে।

চাউ অমলেট (Chow omelette recipe in bengali)

#khong #আমিরান্নাভালোবাসি সন্ধ্যাবেলায় চটজলদি তৈরি একটা জলখাবার। বাচ্চাদের এটা খুব পছন্দ হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
  1. ১ কাপ ময়দা
  2. ১কাপ সুজি
  3. ১টিপিয়াজ কুচি
  4. স্বাদমতোলঙ্কা কুচি
  5. পরিমাণ মতো জল
  6. ২টো ডিম
  7. ২ টেবিল চামচটমেটো সস্
  8. ১ প্যাকেটচাউমিন

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    চাউমিন সিদ্ধ করে নিন।

  2. 2

    ১কাপ ময়দা ও সুজি ভালোভাবে মিশিয়ে নিন।

  3. 3

    এবার তাতে পরিমাণ মতো জল যোগ করে একটা বাটার বানিয়ে নিন।

  4. 4

    এবার তাতে পরিমাণ মতো পিয়াজ ও লঙ্কা যোগ করুন।

  5. 5

    এবার তাতে ডিম ফাটিয়ে দিন।

  6. 6

    তারপর বাটার টা কে ভালোভাবে ফেটিয়ে নিন।

  7. 7

    এবার করাইতে তেল গরম করে তাতে একটা হাতা দিয়ে ভালোভাবে বাটার টিকে spread করে দিন।

  8. 8

    এবার তাতে চাউমিন যোগ করে একটা খুন্তি দিয়ে অমলেট র মতোন করে roll করে দিন

  9. 9

    এবার তাতে টমেটো সস্ সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Saha
Susmita Saha @cook_26602526

Similar Recipes