পনির টিক্কা (Paneer Tikka recipe in bengali)

Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

#পূজা2020
পূজা মানেই নতুন জামাকাপড়, ঘোরাঘুরি, আড্ডা আর নতুন নতুন খাবার খাবা।

পনির টিক্কা (Paneer Tikka recipe in bengali)

#পূজা2020
পূজা মানেই নতুন জামাকাপড়, ঘোরাঘুরি, আড্ডা আর নতুন নতুন খাবার খাবা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
৪ জনার জন্য।
  1. ২০০ গ্রাম পনির
  2. ১ বাটি টক দই
  3. ২ টা ক্যাপ্সিকাম
  4. ২ টা টমেটো
  5. ২ টা পিঁয়াজ
  6. ১/২ চা চামচ আদা বাটা
  7. ১/২ চা চামচরসুন বাটা
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচগোলমরিচ গুঁড়ো
  11. ১ চা চামচ চাট মশলা গুঁড়ো
  12. ৫-৬ চা চামচসরষের তেল
  13. ২ চা চামচ টমেটো কেচাপ
  14. ১ চা চামচ নুন
  15. ৪ টা বড়ো বড়ো টুথপিক কাঠি
  16. ২ চা চামচবাটার

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে সবজি গুলো কে বড়ো বড়ো পিস করে কেটে নিতে হবে এবং পনির গুলো কে ছোটো পিস করে কেটে নিতে হবে।

  2. 2

    তারপর একটা মিক্সিং বোলে টক দই নিয়ে ওর মধ্যে হলুদ গুরা, লঙ্কা গুরা, গোলমরিচ গুঁড়া, চাট মশলা, আদা বাটা, রসুন বাটা ও নুন, তেল, টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  3. 3

    তারপর ওর মধ্যে পনিরের টুকরো গুলো কে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে সবজির টুকরো গুলো কে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে।

  4. 4

    তারপর একটা টুথপিক নিয়ে ওর মধ্যে প্রথমে সবজি গুলো তারপর পনির গুলো কে দিয়ে পর পর সাজিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর চুলায় একটা পেন বসিয়ে ওর মধ্যে বাটার দিয়ে পনির দিয়ে সাজানো টুথপিক গুলো কে দিয়ে অল্প আঁচে ১০ -১৫ মিনিট ভালো করে উলটে পালটে ভেজে তুলে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে পনির টিক্কা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

Similar Recipes