মিক্সড নুডুলস(mixed noodles recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#পূজা2020
#Week1
পূজো মানেই স্ট্রীট ফুড অবশ্যই খেতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই হয়ত বাইরের খাবার এভয়েড করতে চাইবেন।তাদের কথা মাথায় রেখেই দুর্গা পূজা স্পেশাল রেসিপিতে আমি বানিয়েছি মিক্সড নুডুলস।ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায় দোকানের স্বাদে মিক্সড নুডুলস।

মিক্সড নুডুলস(mixed noodles recipe in Bengali)

#পূজা2020
#Week1
পূজো মানেই স্ট্রীট ফুড অবশ্যই খেতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই হয়ত বাইরের খাবার এভয়েড করতে চাইবেন।তাদের কথা মাথায় রেখেই দুর্গা পূজা স্পেশাল রেসিপিতে আমি বানিয়েছি মিক্সড নুডুলস।ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায় দোকানের স্বাদে মিক্সড নুডুলস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম নুডুলস
  2. ১৫০ গ্রাম চিকেন
  3. ৩ টি ডিম
  4. ১০০ গ্রাম চিংড়ি
  5. ১ টি গাজর
  6. ৫০ গ্রামবিন্স
  7. ১ কাপ বাঁধা কপি কুচি
  8. ৪-৫ টি কাঁচা লঙ্কা কুচি
  9. ২ টি পেঁয়াজ কুচি
  10. ৩ টেবিল চামচ টম্যাটো কেচাপ
  11. ২ টেবিল চামচ সোয়া সস
  12. ২ টেবিল চামচ চিলি সস
  13. ২ টেবিল চামচ ভিনিগার
  14. ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  15. ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  16. ১/২ চা চামচ আদা রসুন বাটা
  17. স্বাদ অনুযায়ীলবণ
  18. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    কড়াইতে পরিমাণ মত জল আর লবণ দিয়ে ফুটে ওঠার পর নুডুলস গুলো দিয়ে সিদ্ধ করে নিন।তারপর জল ঝরিয়ে নিয়ে ওপর থেকে ২ টেবিল চামচ তেল মাখিয়ে দিন।এতে নুডুলস ঝরঝরে থাকবে।

  2. 2

    চিকেন এর টুকরো গুলো স্বাদ অনুযায়ী লবণ,গোলমরিচ গুঁড়ো,আদা রসুন বাটা,কর্ণফ্লাওয়ার মাখিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে ভেজে তুলে রাখুন।

  3. 3

    ডিম ভেঙে স্বাদ অনুযায়ী লবণ আর গোল মরিচ দিয়ে গুলে ভেজে তুলে রাখুন। চিংড়ি গুলো ও লবণ মাখিয়ে ভেজে তুলে নিন।

  4. 4

    এবার কড়াইতে তেল গরম করে একে একে গাজর, বিনস্, পেঁয়াজ কুচি,কাঁচা লঙ্কা কুচি, বাঁধা কপি কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভেজে নিন।

  5. 5

    সমস্ত রকম সস্ আর ভিনিগারের একটা মিশ্রণ বানিয়ে রাখুন।সবজি ভাজা ভাজা হলে এই মিশ্রণ সবজির মধ্যে দিয়ে তারপর সিদ্ধ করা নুডুলস দিন।

  6. 6

    সবজি আর নুডুলস ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা হলে চিকেন,ডিম আর চিংড়ি গুলো দিয়ে দিন।

  7. 7

    সবকিছু ভালো করে মিশিয়ে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।গরম গরম পরিবেশন করুন ।ওপর থেকে একটু শসা কুচি r টম্যাটো কেচাপ ছড়িয়ে নিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

মন্তব্যগুলি (6)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Khub bhalo 👌👌
Amar recipe bhalolage comments and onusoron dio ami diechi

Similar Recipes