নিরামিষ মোচার ঘণ্ট (Niramish mochar ghanto recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#পূজা2020
#Week1
যে কোন পুজার ভোগের জন্য দারুন একটি পদ.. খেতে ও দারুন লাগে আর শরীরের জন্য ও খুব উপকারী

নিরামিষ মোচার ঘণ্ট (Niramish mochar ghanto recipe in bengali)

#পূজা2020
#Week1
যে কোন পুজার ভোগের জন্য দারুন একটি পদ.. খেতে ও দারুন লাগে আর শরীরের জন্য ও খুব উপকারী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জনের জন্য
  1. 300 গ্রামমোচা
  2. 1 টাআলু
  3. 1 টাটমেটো
  4. 1"আদা
  5. 10-12 টাকাঁচালঙ্কা
  6. 1 চা চামচজিরে গুঁড়ো
  7. 1 চা চামচধনে গুঁড়ো
  8. 1/2 চা চামচপাঁচপোড়ন
  9. 2 টোতেসপাতা
  10. 1 টাগোটা শুকনো লঙ্কা
  11. স্বাদ মতনুন
  12. প্রয়োজন মত জল
  13. প্রয়োজন মত সর্ষের তেল
  14. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  15. 3 টেএলাচ
  16. 1" দারচিনি টুকরো
  17. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  18. 1/2 চা চামচচিনি
  19. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে মোচা কেটে ধুয়ে নুন ও জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর কড়াইতে একটু তেল,নুন হলুদ দিয়ে মোচা গুলি হালকা ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    আলু ছোট টুকরো করে কেটে নিতে হবে।কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলু গুলি লালচে করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    আদা ও কাঁচালঙ্কা পেস্ট করে নিতে হবে।

  4. 4

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে তেল দিতে হবে। তেল গরম হলে আচ মিডিয়াম করে তেসপাতা,গোটা শুকনো লঙ্কা,এলাচ,দারচিনি ও পাঁচপোড়ন পোড়ন দিতে হবে।

  5. 5

    পোড়নের গন্ধ বের হলে আদা ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে 2 মিনিট নেড়ে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো,নুন,হলুদ,চিনি,ভাজা আলু ও মোচা দিয়ে ভালো করে একসাথে মিক্স করে আচ কমিয়ে ঢাকা দিয়ে হতে দিতে হবে 7-8 মিনিট। মাঝে মাঝে ঢাকা সরিয়ে নেড়ে দিতে হবে। তারপর সামান্য একটু জল দিয়ে গরম মসলা দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে হতে দিতে হবে। এবার ঘি দিয়ে নেড়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট তারপর পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes