কাঁচা পেঁপের ঘণ্ট (Kacha peper ghant recipe in bengali)

Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )

#ebook2

কাঁচা পেঁপেকে গ্রেট করে বানিয়েছি এটি সম্পূর্ণ নিরামিষ একটি পদ খুবই সাধারন একটি রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগে

কাঁচা পেঁপের ঘণ্ট (Kacha peper ghant recipe in bengali)

#ebook2

কাঁচা পেঁপেকে গ্রেট করে বানিয়েছি এটি সম্পূর্ণ নিরামিষ একটি পদ খুবই সাধারন একটি রান্না কিন্তু খেতে দুর্দান্ত লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
6 জনের জন্য
  1. 1 টামিডিয়াম সাইজের কাঁচা পেঁপে
  2. 2 টোআলু
  3. 1"আদা
  4. 1/2 চা চামচগোটা জিরে
  5. 3 টেএলাচ
  6. 2 টোতেসপাতা
  7. 1 টুকরোদারচিনি
  8. 1 চা চামচঘি
  9. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  10. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  11. 7-8 টাকাঁচালঙ্কা
  12. 1/2 চা চামচচিনি
  13. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  14. স্বাদ মতনুন
  15. প্রয়োজন মত সাদা তেল
  16. 1 টাগোটা শুকনো লঙ্কা
  17. 1 টাটমেটো

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে পেঁপের খুশা ছড়িয়ে গ্রেট করে নিতে হবে। আলু গুলি খুশা ছড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    আদা,টমেটো ও কাঁচালঙ্কা মিক্সচার এ পেস্ট করে নিতে হবে। এলাচ ও দারচিনি বেঁটে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে গন্ধ না চলে যায়।

  3. 3

    এবার গ্যাস এ কড়াই বসিয়ে গরম হলে তেল দিতে হবে। তেল গরম হলে আচ মিডিয়াম করে তেসপাতা,গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে পোড়ন দিয়ে গন্ধ বের হলে পেস্ট করা মসলা দিয়ে 2 মিনিট নেড়ে

  4. 4

    নুন,হলুদ,চিনি,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো ও গ্রেট করা পেঁপে দিয়ে মিক্স করে আচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট তারপর ঢাকা সরিয়ে আবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না থক থকে ভাব আসছে। পেঁপে কড়াই থেকে ছেঁড়ে ছেঁড়ে আসলে ঘি ও গরম মসলা দিয়ে মিক্স করে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopa Datta
Gopa Datta @cook_20675557
ত্রিপুরা (আগরতলা )
আমি রান্নাকে খুব ভালোবাসি। খেতে ও খাওয়াতে ও খুব ভালোবাসি ।অনেক ছোট থেকেই রান্নার খুব শখ ছিলো..
আরও পড়ুন

Similar Recipes