পেঁপের সন্দেশ (peper sandesh recipe in Bengali)

Piyali Ghosh Dutta
Piyali Ghosh Dutta @piyali_202214
Hariyana

পেঁপের সন্দেশ (peper sandesh recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিত
১০জন
  1. ৬০০গ্রাম পাকা পেঁপে
  2. ৩০০গ্রাম মিল্কমেড
  3. স্বাদ অনুযায়ীচিনি
  4. ১কাপ পাউডার দুধ
  5. স্বাদ মতনুন
  6. ১চা চামচ এলাচ গুঁড়ো
  7. ১/২কাপকাজু-কিসমিস- আলমন্ড-পেস্তা কুচি
  8. পরিমাণ মতঘি
  9. ৩টে গোটা এলাচ
  10. প্রয়োজন অনুযায়ীড্রাই নারকেল

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিত
  1. 1

    প্রথমে পাকা পেঁপে টাকে ছোটো ছোটো করে কেটে ভালো করে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে ঘী দিয়ে গোটা এলাচ দিয়ে দিতে হবে, তারপর বেটে রাখা পেঁপে দিয়ে দিতে হবে।

  3. 3

    পেঁপে কড়াইতে দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে চিনি, মিলকমেড, পাউডার দুধ, সামান্য নুন, এলাচ গুঁড়ো,ড্রাই ফ্রুট কুচি দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে (মিডিয়াম ফ্লামে)। মাঝে মাঝে হতে নিয়ে দেখতে হবে আঠা টা ঠিক আছে কি না টা না হলে পিস ঠিক করে হবে না, ছেড়ে যাবে।

  4. 4

    পুরো সুকিয়ে গেলে একটা পাত্রে ঘী মাখিয়ে তাতে ঢেলে নিতে হবে আর পিস পিস করে কেটে নিতে হবে। আর উপর থেকে ড্রাই ফ্রুট, আর ড্রাই নারকেল এর গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হলে সবার মিষ্টি মুখ করান। ফ্রিজ-এ ও অনেক দিন রাখা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Piyali Ghosh Dutta
Piyali Ghosh Dutta @piyali_202214
Hariyana

Similar Recipes