চিকেন ভর্তা (chicken bharta recipe in Bengali)

Piyali Ghosh Dutta
Piyali Ghosh Dutta @piyali_202214
Hariyana

চিকেন ভর্তা (chicken bharta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪জন
  1. ৪০০ গ্রাম হাড় ছাড়া চিকেন
  2. ২টো ডিম সেদ্ধ
  3. ১টা পেঁয়াজ বাটা
  4. ১টা পেঁয়াজ কুচি
  5. ২চা চামচ রসুন বাটা
  6. ২চা চামচ আদা বাটা
  7. ১চা চামচ ধনে গুঁড়ো
  8. ১চা চামচ জিরে গুঁড়ো
  9. ১চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  11. ১চা চামচ চাট মসলা
  12. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. ২টো লঙ্কা কুচি
  14. প্রয়োজন অনুযায়ীটক দই
  15. পরিমাণ মতফ্রেশ ক্রিম
  16. পরিমাণ মতরিফাইন তেল
  17. ১টেবিল চামচ চিনি
  18. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    হাড় ছাড়া ছোটো ছোটো টুকরো চিকেন বা চিকেন টা নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে। তার পর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা একে একে দিয়ে কষে নিন। চিনি, হলুদগুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে।

  3. 3

    এর পর কিচেন,টক দই, স্বাদ মতো নুন দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    তার সেদ্ধ করে রাখা চিকেন এর জল টা দিয়ে দিতে হবে তার পর অল্প আঁচে কষাতে হবে যত ক্ষন না জল শুকিয়ে তেল বেরিয়ে আসে।

  5. 5

    তার পর উপর থেকে ফ্রেশ ক্রিম আর ডিম সেদ্ধ দিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন ভর্তা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Piyali Ghosh Dutta
Piyali Ghosh Dutta @piyali_202214
Hariyana

Similar Recipes