চিকেন ভর্তা (Chiken bharta recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#ebook06
#week7
চিকেনের তোমরা অনেক ধরনের রেসিপি ট্রাই করি। চিকেন ভর্তা কিন্তু খেতে দারুন লাগে। খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়।

চিকেন ভর্তা (Chiken bharta recipe in Bengali)

#ebook06
#week7
চিকেনের তোমরা অনেক ধরনের রেসিপি ট্রাই করি। চিকেন ভর্তা কিন্তু খেতে দারুন লাগে। খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩-৪ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. পরিমাণ মতগোটাগরম মশলা ফোঁড়নের জন্য
  3. ২টিপেঁয়াজ বাটা
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদ মতলাল লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ১টেবিল চামচটকদই
  12. ১ টাটমেটো পিউরি
  13. ১/২ চা চামচকসুরি মেথি
  14. ১ টেবিল চামচ মাখন
  15. পরিমাণ মতফ্রেশ ক্রিম
  16. ৪টেডিম সেদ্ধ
  17. প্রয়োজন অনুযায়ীধনেপাতা সামান্য
  18. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    একটি পাত্রে জল বসিয়ে তারমধ্যে গোটা গরমমশলা দিন। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর সামান্য নুন দিন। এবার জল ফুটলে ওর মধ্যে চিকেনের টুকরো দিন ৫০০ গ্রাম। সঙ্গে সামান্য আদা ও রসুন বাটা।

  2. 2

    ৩০-৪০ মিনিট মতো সেদ্ধ করতে হবে। হয়ে এলে চিকেন গুলো টুকরো থেকে ছিঁড়ে, হাড় গুলো বাদ দিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর একচামচ মাখন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, টমেটো পিউরি, স্বাদমতো নুন-চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নাড়তে হবে।

  4. 4

    তেল ছেড়ে আসলে ফেটিয়ে রাখা টকদই, গরম মশলা দিন। এবার টুকরো করে রাখা চিকেন দিতে হবে। ভালো করে মিশে এলে সামান্য জল দিন। ভালো করে নাড়াচাড়া করে ফ্রেশ ক্রিম, কসৌরি মেথি দিতে হবে। অল্প পরিমাণ ধনেপাতা কুচি, মাখন দেব।নামানোর আগে সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে নিন। ব্যাস রেডি চিকেন ভর্তা। এবার গরম গরম রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে। আমি ট্রাই করলাম বাড়িতেই বানানো রুমালি রুটির সঙ্গে। ডিনার পুরো জমে গেছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

Similar Recipes