জালফ্রেজি (jalfrezi recipe in Bengali)

Riya Ghosh
Riya Ghosh @riya_ghosh

#শাড়িকাহন #কুকপ্যাড
#Sarekahon

জালফ্রেজি (jalfrezi recipe in Bengali)

#শাড়িকাহন #কুকপ্যাড
#Sarekahon

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ১ টি গাজর
  2. ৪টা পেঁয়াজ
  3. ২টাকরে টমেটো,কাঁচা লঙ্কা
  4. স্বাদমতোলংকা গুঁড়ো,,লবণ,চিনি,
  5. ১টা ক্যাপ্সিকাম
  6. ১০ টা বিন্স
  7. ১/৪ বাঁধাকপি
  8. ২টা বেবিকর্ন
  9. ১ চা চামচকরে গ্রেট করা আদা রসুন
  10. 2 টাশুকনো লঙ্কা
  11. ১/৪ চা চামচগোটা জিরা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা
  12. পরিাণ মতোতেল
  13. পরিাণ মতোটমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে সবজি গুলোকে আর ২ টো পেঁয়াজ বড় বড় করে কেটে নিতে হবে।তারপর কড়াইয়ে তেল দিয়ে শুঁকনো লংকা জিরা ফোড়ন দিতে হবে।

  2. 2

    এরপর ২ টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে কড়াইয়ে দিতে হবে এবং আদা রসুনের পেস্ট এবং টমেটো কাঁচা লংকা দিয়ে কষাতে হবে।

  3. 3

    এরপর হালকা ভাজা হলে ওর মধ্যে লবণ ধনে জিরা লংকা গুঁড়ো চিনি দিয়ে আরো কিছুক্ষন কষাতে হবে। কষানো হয়ে গেলে সব সবজি গুলো দিয়ে অল্প জল দিয়ে কিছুক্ষন ঢেকে রাখতে হবে।কিন্তু সবজি গুলো এমন ভাবে সেদ্ধ করতে হবে যেনো গোটা গোটা থাকে।

  4. 4

    এবার জল শুঁকনো হয়ে গেলে অল্প একটু টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। এখানে আপনারা মনে করলে পনির দিতে পারেন। এই সবজি রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Ghosh
Riya Ghosh @riya_ghosh

Similar Recipes