চিকেন ভর্তা (chicken bharta recipe in Bengali)

Ankita Aich Roy
Ankita Aich Roy @cook_31555604

#চিকেন #রান্নাঘর
বাটার চিকেন আমি খেয়ে ছিলাম আমার পাঞ্জাবি বন্ধু বাড়ি এত সুন্দর লেগেছে তার পর নিজের বাড়িতে চেষ্টা করলাম অসাধারণ যে কোনো পাঞ্জাবি বাটার চিকেন কে টেক্কা দিতে পারে

চিকেন ভর্তা (chicken bharta recipe in Bengali)

#চিকেন #রান্নাঘর
বাটার চিকেন আমি খেয়ে ছিলাম আমার পাঞ্জাবি বন্ধু বাড়ি এত সুন্দর লেগেছে তার পর নিজের বাড়িতে চেষ্টা করলাম অসাধারণ যে কোনো পাঞ্জাবি বাটার চিকেন কে টেক্কা দিতে পারে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৫০০ গ্রামবোনলেস চিকেন, চিকেন এর ব্রেস্ট এর অংশ।
  2. ২ টো বড় পেঁয়াজ মিহি করে বেটে
  3. ১টেবিল চামচআদা বাটা
  4. ১টেবিল চামচরসুন
  5. ১/২ টেবিল চামচজিরে গুঁড়ো
  6. ২ +২টোকাজু , কাঠবাদাম
  7. ১/২ টেবিল চামচধনে গুঁড়ো
  8. ১টেবল চামচচারমগজ
  9. ২৫ গ্ৰামটক দই
  10. ১চা চামচকসুরি মেথি
  11. প্রয়োজন অনুযায়ীটমেটো সস
  12. স্বাদ অনুযায়ীনুন
  13. স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো
  14. ২ টেবিল চামচফ্রেশ ক্রিম তার বেশি ও দেওয়া যায়
  15. স্বাদ অনুযায়ীচিনি
  16. স্বাদ অনুযায়ীবাটার
  17. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  18. ২ চা চামচ সাদা তেল
  19. প্রয়োজন অনুযায়ীগরম মশলা গুঁড়ো
  20. ২টিসাজানো জন্য ডিম সিদ্ধ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চিকেন ব্রেস্ট টা সেদ্ধ করে নেব কড়াই‌ অথবা প্যানে একটু আদা বাটা ও রসুন বাটা দিয়ে
    ১০মিনিট পর চিকেন টা নামিয়ে কাঁটা চামচ দিয়ে টুকরো করতে হবে

  2. 2

    টুকরো পর।কড়াই সাদা তেল দিয়ে তার সঙ্গে ২চামচ বাটার দিয়ে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আঁচ কম রেখে কিছুখন কষিয়ে তার পর জিড়ে গুঁড়ো ধনে গুঁড়া দিয়ে কষতে হবে । অন্য দিকে কাজুবাদাম কাঠবাদাম চার মগজ বেটে টক দই এর সাথে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন তারপর ওই পেষ্ট টা কড়াই দিয়ে দিন।

  3. 3

    এরপর স্বাদমতো নুন লংকা দিতে হবে আমি একটু ঝাল বেশি খাই তাই ঝাল টা বেশি দি । কিন্তু মনে রাখতে হবে ঝাল টা যদি বেশি হয় ২ টেবিল চামচ হলে ১টেবিল চামচ চিনি দিতে হবে তাহলে ঝাল মিষ্টি র ব্যালন্স থাকবে।

  4. 4

    সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে, সেদ্ধ করা মাংস গুলো দিয়ে উষ্ঞ গরম জল দিয়েে৫ মিনিট পর ক্রিম দিয়ে নামিয়ে নিতে হবে আর কসৌরি মেথি ছড়িয়ে দিতে হবে।আর নামানোর পর আর একটু মাখন দিয়ে দিতে হবে

  5. 5

    ডিম সিদ্ধ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বাটার চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Aich Roy
Ankita Aich Roy @cook_31555604

Similar Recipes