চিলী ছোলা(Chilli chickpeas recipe in Bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#GA4
#Week6
এবারের শব্দ ছক থেকে আমি বেছে নিয়েছি চিকপীজ অর্থাৎ ছোলা।
আজকাল রান্না নিয়ে গবেষনার শেষ নেই। ছানা, মুর্গী,সবকিছুর আগে একটা চিলী যোগ করলেই তা বড় আকাঙ্খিত হয়ে ওঠে। তাই আমিও ছোলার আগে চিলী যোগ করার ব্যবস্থা করে ফেললাম। আর রান্না করার পর আবিষ্কার করলাম এর অতুলনীয় স্বাদ। তাহলে আর দেরী কিসের!! আপনার রান্নাঘরেও শুরু করে ফেলুন এই অভিনব রান্না।

চিলী ছোলা(Chilli chickpeas recipe in Bengali)

#GA4
#Week6
এবারের শব্দ ছক থেকে আমি বেছে নিয়েছি চিকপীজ অর্থাৎ ছোলা।
আজকাল রান্না নিয়ে গবেষনার শেষ নেই। ছানা, মুর্গী,সবকিছুর আগে একটা চিলী যোগ করলেই তা বড় আকাঙ্খিত হয়ে ওঠে। তাই আমিও ছোলার আগে চিলী যোগ করার ব্যবস্থা করে ফেললাম। আর রান্না করার পর আবিষ্কার করলাম এর অতুলনীয় স্বাদ। তাহলে আর দেরী কিসের!! আপনার রান্নাঘরেও শুরু করে ফেলুন এই অভিনব রান্না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4জন
  1. 1 কাপছোলা 7-8 ঘন্টা ভিজিয়ে সেদ্ধ করা
  2. 1 বড়পেঁয়াজ কুচানো
  3. 6-8 কোয়ারসুন কুচানো
  4. 1/2ক্যাপ্সিকাম কুচানো
  5. 2-4টিপেঁয়াজ পাতা কুচানো
  6. 2 টাকাঁচা লঙ্কা কুচানো
  7. 2 টেবিল চামচতেল
  8. 1 চা চামচসোয়া সস
  9. 1টেবিল চামচ টমেটো সস
  10. 2 চা চামচ চিলি সস
  11. স্বাদমতো লবণ

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ছোলা 6-7 ঘন্টা ভিজিয়ে সেদ্ধ করে নিতে হবে। জল ফেলে একটা ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে নিতে হবে। তারপর কর্ণ ফ্লাওয়ার ছড়িয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে। ছোলার উপর প্রলেপ যেন লেগে যায়।

  2. 2

    কড়াইতে তেল গরম করে ছোলা ভেজে নিতে হবে কুড়মুড়ে করে। এবার কড়াইতে কুচানো পেঁয়াজ ভাজতে হবে।

  3. 3

    পেঁয়াজের রঙ বদলালে দিতে হবে রসুন কুচি। রসুন ভাজা হয়ে গেলে দিতে হবে কুচানো ক্যাপ্সিকাম ও পেঁয়াজ পাতা। এক মিনিট নেড়ে দিতে হবে টমেটো সস, সোয়া সস। ভাল করে মিশিয়ে দিতে হবে সব্জীর সাথে।

  4. 4

    এবার এতে দিতে হবে চিলী সস। সব কিছু নেড়ে নিয়ে 3-4 চা চামচ জল দিতে হবে যাতে সব্জী কাঁচা না থাকে। প্রয়োজন মতো লবণ দিতে হবে।

  5. 5

    এবার এতে ভেজে রাখা ছোলা দিয়ে দুমিনিট ফুটিয়ে, কর্ণ ফ্লাওয়ার জলে গুলে ঢেলে দিতে হবে।ওপর থেকে পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরী চাইনীজ স্বাদের আমাদের দেশী চিলী ছোলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

Similar Recipes