হাঁসের ডিম কষা (hanser dim kosha recipe in Bengali) রেসিপি

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#পূজা2020
#ebook2
#দুর্গাপূজা
বাঙালির পুজো মানে খাওয়া দাওয়া আনন্দ করে উৎসব পালন করা। আমার পরিবারের সকলেই হাঁসের ডিম কষা খেতে খুব পছন্দ করে। এটি একটি কমন রেসিপি, প্রায় সকলে বানায়।

হাঁসের ডিম কষা (hanser dim kosha recipe in Bengali) রেসিপি

#পূজা2020
#ebook2
#দুর্গাপূজা
বাঙালির পুজো মানে খাওয়া দাওয়া আনন্দ করে উৎসব পালন করা। আমার পরিবারের সকলেই হাঁসের ডিম কষা খেতে খুব পছন্দ করে। এটি একটি কমন রেসিপি, প্রায় সকলে বানায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ৮টা ডিম
  2. ২টি পেঁয়াজ
  3. ১ টাটমেটো
  4. ৩-৪ কোয়া রসুন
  5. ১" আদা
  6. ১চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১ টেবিল চামচ লবণ
  10. ১চা চামচ চিনি
  11. প্রয়োজন মতোসর্ষে তেল
  12. ১চা চামচ গরমমসলা গুঁড়ো
  13. ১টেবিল চামচ ধনে পাতা কুচনো
  14. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ডিম গুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে।

  2. 2

    অন্য দিকে পেঁয়াজ, রসুন, আদা, সব মিক্সি তে পিষে নিয়েছি, টমেটো ও পিষে নিতে হবে।

  3. 3

    গ্যাসে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে একটু গরম হলে ডিম গুলো হালকা ভেজে তুলে নিতে হবে, ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন বাটা দিয়ে একটু কষতে হবে, তারপর টমেটো বাটা টা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, এবার সব মসলা,চিনি দিয়ে একটু জল দিয়ে ফুটতে দিতে হবে,একটু মশলা ভাজা হলে ডিম গুলো দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ফুটতে দিতে হবে, জল শুকিয়ে এলে ওর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করতে হবে। এরপর একটি সাভিং বাউল ডিম কষা ঢেলে উপর থেকে ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলেই হয়ে যাবে তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes