চকলেট সুজির হালুয়া (chocolate soojir halwa recipe in Bengali)

Sreetama Das
Sreetama Das @cook_25927178

চকলেট সুজির হালুয়া (chocolate soojir halwa recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ সুজি
  2. ১টেবিল চামচ কোকো পাউডার
  3. ২ টুকরো ডার্ক চকলেট
  4. ২ কাপ দুধ
  5. প্রয়োজনমতোজল
  6. ২কাপ চিনি
  7. ২ চা চামচ ঘি
  8. ৫-৬ টা কাজুবাদাম
  9. ৫-৬টা কাঠবাদাম
  10. ৮-১০ টা চীনাবাদাম
  11. ১ চা চামচ কিসমিস
  12. প্রয়োজন অনুযায়ী ভ্যানিলা এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে প্রথমে কোকো পাউডার এক চামচ দিয়ে তাতে সামান্য দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা বাঁধে, এবার আরও কিছুটা দুধ ও প্রয়োজনমতো একটু জল দিয়ে গ্যাস অন করে দিতে হবে, এইসময় ২টুকরো ডার্ক চকলেট দিয়ে মিশিয়ে নিতে হবে ও একটা জাল আসার পর নামিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটি কড়াই নিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে এক কাপ সুজি দিয়ে অনবরত নাড়তে হবে, চার থেকে পাঁচ মিনিট ধরে সুজি একটু লাল লাল হয়ে আসলে তাতে চকলেট ও দুধের মিশ্রণটি ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে এই সময় দেড় কাপ চিনি দিতে হবে।

  3. 3

    মিশ্রনটি একটু শুকনো হয়ে আসলে তাতে একে একে কিসমিস, কাজুবাদাম,কাঠবাদাম, চিনাবাদাম কুচি করে দিয়ে দিতে হবে নামানোর আগে সামান্য একটু ভ্যানিলা এসেন্স ও হাফ চামচ ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চকলেট সুজির হালুয়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sreetama Das
Sreetama Das @cook_25927178

Similar Recipes