খিচুড়ি (khichuri recipe in Bengali)

Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata

#GA4
#Week7
ধাঁধা থেকে আমি খিচুড়ি শব্দ টি বেছে নিয়ে খিচুড়ি রান্না করলাম

খিচুড়ি (khichuri recipe in Bengali)

#GA4
#Week7
ধাঁধা থেকে আমি খিচুড়ি শব্দ টি বেছে নিয়ে খিচুড়ি রান্না করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা
৪ জন
  1. ২-৩ কাপ গোবিন্দ ভোগ চাল, ধুয়ে শুকনো
  2. ২-৩ কাপ মুগের ডাল ভেজে ধুর রাখতে হবে
  3. ২ইঞ্চি আদা বাটা
  4. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১ চা চামচ জিরা বাটা
  6. ১/২ চা চামচ ধনে বাটা
  7. ১/২ চা চামচগরম মসলা গুঁড়ো
  8. ২ টেবিল চামচ ঘি
  9. ১ টা শুকনো লঙ্কা
  10. ১টা তেজপাতা
  11. ১/২ চা চামচ গোটা জিরা
  12. পরিমাণ মতো জল
  13. স্বাদ মতো নুন ও চিনি
  14. ২ টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা
  1. 1

    প্রথমে চাল টাকে ধুর জল ঝড়িয়ে রাখতে হবে,এবং ডাল টাকে ভেজে ধুয়ে রাখত,জল ঝড়িয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর কড়াই তে অল্প ঘী দিয়ে তাতে চাল টা ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াই তে সরষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা,গোটা জিরা দিতে হবে ।

  4. 4

    তারপর আদা বাটা,ধনে জিরা বাটা,অল্প নুন দিয়ে ভালো করে মসলা টা কষতে হবে।

  5. 5

    এরপর তাতে চাল,ডাল একসাথে দিয়ে মসলা র সাথে মেশাতে হবে।

  6. 6

    এরপর জল দিয়ে সিদ্ধ করতে হবে,হলুদ দিতে হবে এবং নুন দিতে হবে স্বাদ মতো।

  7. 7

    জল যখন টেনে যাবে,আব্র তাতে জল দিতে হবে, যতখন না ডাল o চাল সিদ্ধ হয়।

  8. 8

    এরপর ডাল ও চাল সিদ্ধ হয়ে গেলে,তাতে ঘী ও গরম মসলা যোগ করতে হবে,তাহলেই তৈরী খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Ghosh
Nivedita Ghosh @cook_22971027
Kolkata
রান্না করে এবং রান্না খাইয়ে যা তৃপ্তি তা আর কোথাও নেই, আমার ভালোবাসা
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Gopa Bose
Gopa Bose @cook_22002988
আমিও খিচুড়ি করেছিলম এটা খুবভালো হয়েছে

Similar Recipes