বাসন্তী পোলাও (Basanti Pulao recipe in Bengali)

Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

#GA4
#week8
এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি আরো শব্দ পোলাও নিয়ে বাসন্তী পোলাও বানিয়ে ফেলেছি।

বাসন্তী পোলাও (Basanti Pulao recipe in Bengali)

#GA4
#week8
এই সপ্তাহের ধাঁধাঁ থেকে আমি আরো শব্দ পোলাও নিয়ে বাসন্তী পোলাও বানিয়ে ফেলেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জন
  1. 2 কাপবাসমতী রাইস
  2. 3টেবিল চামচ দুধ
  3. 1 চা চামচকেশর
  4. 10-12 টিফুলকপির ফুল
  5. 4টেবিল চামচ ড্রাই ফ্রুট
  6. 2 টিগাজর কুঁচি
  7. 2টেবিল চামচ ঘি
  8. 1টেবিল চামচ রিফাইন্ড তেল
  9. 1 টিতেজপাতা
  10. পরিমান অনুযায়ীহলুদ ফুড কালার
  11. 1 চা চামচসাহা জিরে
  12. 3 টিএলাচ
  13. 4-5 টিসা মরিচ
  14. 2 টিলবঙ্গ
  15. 1 টিদারচিনি
  16. 2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  17. 2টেবিল চামচ পোলাও মশলা
  18. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  19. 2 চা চামচলেবুর রস
  20. প্রয়োজন অনুযায়ীজল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমেই চাল ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ও জল ঝড়িয়ে নিতে হবে। এবার হাড়িতে জল দিয়ে তাতে লেবুর রস,নুন ও ফুড কালার দিয়ে জল ফোটাতে হবে। এবার চাল দিয়ে দিতে হবে

  2. 2

    এবার চাল ফুটলে ফ্যন ঝড়িয়ে গরম ভাতে চিনি দিয়ে ঢাকা দিতে হবে,চিনি গলা পর্যন্ত। দুধের মধ্যে কেসর দিয়ে ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    ফুলকপি,গাজর কেটে ধুয়ে নিতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে ফুলকপি,গাজর ও ড্রাই ফ্রুটস একে একে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে ঘি দিয়ে তাতে তেজপাতা,লবঙ্গ, দারচিনি, এলাচ,সাহা জিরে,সাহা মরিচ সমস্ত ফোড়ন দিতে হবে। ফোড়ন একটু ভুনা হলে ভাত,ড্রাই ফ্রুটস, ফুলকপি, গাজর দিয়ে দিতে হবে তাতে কেসর দুধ,গোলমরিচ গুঁড়ো ও পোলাও মশলা দিয়ে উল্টে পাল্টে নাড়তে হবে।

  5. 5

    তাহলেই তৈরি বাসন্তী পোলাও।এবার গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srimayee Mukhopadhyay
Srimayee Mukhopadhyay @cook_25187502

Similar Recipes