চিঁড়ের পোলাও (Chinrer pulao recipe in bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

#GA4
#Week8
Week 8 এর ধাঁধা থেকে আমি বেছে নিচ্ছি পোলাও।

চিঁড়ের পোলাও (Chinrer pulao recipe in bengali)

#GA4
#Week8
Week 8 এর ধাঁধা থেকে আমি বেছে নিচ্ছি পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
  1. ১ ০০গ্ৰাম মোটা দানার চিঁড়ে
  2. ১ টা আলু টুকরো করে কাটা
  3. ১ টা পেঁয়াজ কুচি করে কাটা
  4. ১ চা চামচ আদা কুচি করে কাটা
  5. ২চা চামচ কারি পাতা কুচি করে কাটা
  6. ১/২ কাপ চিনাবাদাম
  7. ২ টো তেজপাতা
  8. ১ টা ছোটো গোটা গরমসলার পেকেট
  9. ২ টোকাঁচালঙ্কা কুচি করে কাটা
  10. ২ চা চামচ সাদাতেল
  11. ২ চা চামচ ঘি
  12. ১ চা চামচ চিনি
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. স্বাদমতো লবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    চিঁড়ে জল দিয়ে পরিস্কার করে ধুয়ে হাতের সাহাজে চিপে জল ঝড়িয়ে রাখুন । চিঁড়ে যেনো গলে না যায় ঝর ঝরে থাকে তাই পাতলা চিরেটা নেবেন না একটু মোটা দানার চিঁড়ে টা নেবেন পোলাও জন্য।

  2. 2

    এবার কড়াই গরম করে দুই চা চামচ সাদাতেল আর এক চা চামচ ঘি দিন। এতে গোটা গরমসলা আর তেজপাতা ফোঁড়ন দিন।

  3. 3

    এবার আলু টা দিয়ে সামানো লবণ দিয়ে ভাজতে থাকুন আলু তে একটু রং ধরলে পিঁয়াজ কুচি টা দিয়ে ভাজতে থাকুন। আলু পিঁয়াজ সিদ্ধ হয়ে নরম হয়ে আসলে কারিপাতা, আদা, কাঁচালঙ্কা কুচি আর বাদাম টা দিয়ে দিন।

  4. 4

    এবার হলুদ গুঁড়ো আর পিরিমামত লবণ দিয়ে একটু ভেজে জলঝরানো চিঁড়ে টা দিয়ে নারতে থাকুন চিঁড়ে সবজির সাতে ভালো ভাবে মিশে গেলে চিনি আর এক চা চামচ ঘি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিলেই তৈরি চিঁড়ের পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes