চিঁড়ের পোলাও (chirer pulao recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#MM7
শাওন সংবাদ

চিঁড়ের পোলাও (chirer pulao recipe in Bengali)

#MM7
শাওন সংবাদ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট।
১জন।
  1. ১বাটি (ছোট )মোটা চিঁড়ে
  2. ১টাপেঁয়াজ
  3. ১/২চা চামচআদা,রসুন গ্রেট করে
  4. ১টেবিল চামচচিনাবাদাম
  5. ১০টাকিসমিস
  6. ২টো ছোট এলাচ থেঁতো
  7. ১টাতেজপাতা
  8. ২টোকাঁচা লঙ্কা
  9. ১ টাআলু ছোট টুকরো করে কাটা।
  10. ৩টেবিল চামচসাদা তেল
  11. ১চা চামচঘি
  12. স্বাদ মতনুন, চিনি
  13. ১/৬ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট।
  1. 1

    চিঁড়েটা নিয়ে জল দিয়ে ধুয়ে, জল ঝড়িয়ে, নুন, হলুদ, চিনি মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    তেল গরম করে তাতে আগে বাদাম ভেজে তারপর,পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে একটু ভাজতে হবে।

  3. 3

    এবার আলু টা ভালো করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার নুন, আদা,রসুন গ্রেট করা, কিসমিস এই সব গুলো দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে, চিঁড়ে টা দিয়ে ভালো করে মেশাতে হবে ।

  5. 5

    সব শেষে একটু ঘি দিয়ে ঢেকে রাখতে হবে ১মিনিট।

  6. 6

    তৈরি হয়ে গেলো আমের চিঁড়ের পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

মন্তব্যগুলি

Similar Recipes