ইয়াখনি পোলাও (Yakhni pulao recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#GA4
#Week8

এই #GA4_week-8 এর ধাঁধা থেকে আমি আরোও একটি রেসিপি বেছে নিলাম,যেটি হচ্ছে একটি মুখরোচক চিকেন ইয়াখনি পোলাও.

ইয়াখনি পোলাও (Yakhni pulao recipe in bengali)

#GA4
#Week8

এই #GA4_week-8 এর ধাঁধা থেকে আমি আরোও একটি রেসিপি বেছে নিলাম,যেটি হচ্ছে একটি মুখরোচক চিকেন ইয়াখনি পোলাও.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৬ জন
  1. ৬কাপবাসমতী চাল
  2. ৭৫০ গ্রামচিকেন
  3. ২টেবিল চামচঘি
  4. ৬টেবিল চামচসাদা তেল
  5. ১টেবিল চামচগোটা ধনে
  6. ১টেবিল চামচগোটা জিরে
  7. ১৫টিগোটা গোলমরিচ
  8. ১টেবিল চামচগোটা মৌরি
  9. ২টিতেজপাতা
  10. ৮টিছোট এলাচ
  11. ৮টিলবঙ্গ
  12. ৬ টিদারচিনি
  13. ১/৪ চা চামচ জয়ীত্রি জায়ফল গুঁড়ো
  14. ৩ইঞ্চিআদা টুকরো
  15. ১টিগোটা রসুন কোয়া
  16. ১টি বড়পেঁয়াজ ডুমো করা
  17. ১টেবিল চামচআদা রসুন বাটা
  18. ৪টিপেঁয়াজ কুচি
  19. ১৫ টিকাঁচা লঙ্কা
  20. ৩টেবিল চামচফেটানো টক দই
  21. ২চা চামচচিনি
  22. ১/২ চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  23. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  24. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    সবার প্রথমে চিকেন পরিস্কার করে ধুয়ে একটি বড় পাত্র গ্যাসে বসিয়ে চিকেন গোটা ধনে, ১ টেবিল চামচ গোটা জিরে তেজপাতা গোটা মৌরি ৭/৮ টা গোলমরিচ ৪ টে এলাচ ৪ টে লবঙ্গ ৩ টে দারচিনি স্টিক ৭/৮ টা কাঁচালঙ্কা ৩ ইঞ্চি আদা টুকরো ডুমো করা পেঁয়াজ রসুন কোয়া দিয়ে ১২ কাপ জল দিয়ে ১ টেবিল চামচ নুন দিয়ে মিডিয়াম আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করার পর গ্যাস অফ্ করে চিকেন তুলে নিতে হবে

  2. 2

    এরপর চিকেন স্টক টা ছাঁকনি দিয়ে ছেঁকে গোটা মসলা সব ফেলে দিয়ে স্টক টা সরিয়ে রাখতে হবে,অন্যদিকে চাল ভাল করে ধুয়ে স্টেনারে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে,এবার বেরেস্তার জন্য কড়াই এ ৫ চামচ তেল দিয়ে হায় আঁচে বেরেস্তা করে তুলে নিতে হবে এবং সামান্য চিনি ছড়িয়ে রেখে দিতে হবে তাতে করে বেরেস্তা মচমচে থাকবে

  3. 3

    এবার চিকেন তৈরীর জন্য ওই তেলেই ১ টেবিল চামচ ঘি ১ চামচ তেল দিয়ে বাকি পেঁয়াজ কুচি দিয়ে বাকি গোটা মসলা ১/২ চামচ জিরে, গোলমরিচ,গরমমসলা,জৈত্রী জায়ফল দিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ হলে চিকেন দিতে হবে, আদা রসুন পেস্ট দিয়ে ১ মিনিট কষানোর পর ফেটানো টক দই এর সাথে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে চিকেনে দিয়ে একটু কষিয়ে নিতে হবে

  4. 4

    এরপর আমি আমার সুবিধার জন্য হাঁড়িতে চিকেন ঢেলে দিয়ে ১০ কাপ চিকেন স্টক দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি,ফুটে উঠলে জল ঝরানো চাল দিয়ে হালকা করে নেড়ে দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ২০ মিনিট রান্না করেছি,২০ মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে চিনি দিয়ে হালকা নেড়ে নিয়ে ১ টেবিল চামচ ঘি দিয়ে হাঁড়ি ধরে ঝাঁকিয়ে গ্যাস অফ্ করে চাপা দিয়ে ৫ মিনিট রাখার পর শসা ও লেবুর স্লাইজে্র সাথে সাজিয়েছি

  5. 5

    এরপর আলাদা ভাবে চিকেন কষা দিয়ে পরিবেশন করেছি.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes