রোজমেরি চিকেন ইন্টারনেট (rosemerry chicken internet recipe in Bengali)

Sevanti Iyer Chatterjee
Sevanti Iyer Chatterjee @cook_25449439
কলকাতা

#GA4
#Week9
আমি বেছে নিলাম ময়দা। তৈরী করলাম এক ধরনের টেস্টি স্ন্যাকস।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৪৫ - ৫০ মিন
৬ জন
  1. ১/৪ কাপ উষ্ণ গরম জল
  2. ১/২ চা চামচ চিনি
  3. ২ টেবিল চামচ ইস্ট
  4. ১/৪ চা চামচ নুন
  5. ৩-৪ কাপ ময়দা
  6. ৪ টেবিল চামচ রিফাইন্ড অয়েল
  7. ১/৪ কাপ দুধ
  8. ১ টা কুচনো পেঁয়াজ
  9. ১ চা চামচ আদা রসুন বাটা
  10. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  11. ১/৪ চা চামচ হলুদগুঁড়ো
  12. ১ চা চামচ গোটা জিরে
  13. ১ টেবিল চামচ টক দই
  14. ২ কাপ চিকেন কিমা
  15. ১ টা ক্যাপ্সিকাম
  16. ১ টেবিল চামচ টমেটো শস
  17. ১ চা চামচ সোয়া সস
  18. ২ কাপ চীজ কোরানো
  19. ৩ চা চামচ বাটার / মাখন
  20. ২টেবিল চামচ রোজমেরি হার্ব

রান্নার নির্দেশ সমূহ

৪৫ - ৫০ মিন
  1. 1

    প্রথমে একটা মেসারিঙ কাপে ১/৪ কাপ উষ্ণ গরম জল ও ১/৪ কাপ দুধ নিয়ে তাতে ২ বড়ো চামচ ইস্ট আর ১/২ চা চামচ চিনি দিয়ে মিশিয়ে ৫ মিন মোতো রাখব।

  2. 2

    এবার একটা পাত্রে ময়দা বা আটা তা নেব। তাতে নুন, আর দুধ-জলে ভেজানো এক্টিভেটেড ইস্টটা দিয়ে দেব। এবারে ২ বড়ো চামচ অয়েল দিয়ে ভালো করে একদম নরম করে মেখে নেব ময়দা টা। (জল টা যেমন লাগবে মাখতে, সেরম ইউস করব)। ওপরে আরো ১/২ বড়ো চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ২ ঘন্টা মোতো ঢাকা দিয়ে রেখে দেব।

  3. 3

    চিকেন পুড়টা এবার বানিয়ে নেব। কড়াই তে ১.৫ বড়ো চামচ রিফাইন্ড অয়েল নেব। তাতে গোটা জিরে, চপ্ড পেঁয়াজ আর চপ্ড ক্যাপ্সিকাম দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। এবারে তাতে চিকেন কীমা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে ৫-৭ মিন। এবারে এতে লাল লঙ্কগুঁড়ো, হলুদগুঁড়ো, টোমাটো শস, সোয়া শস, টক দই, স্বাদ মোতো নুন,চিনি ও রোসমেরি হার্ব দিয়ে একদম মাখা মাখা করে কষিয়ে নেব। একটা পাত্রে তুলে সরিয়ে রাখুন ঠান্ডা হওয়া অবদি।

  4. 4

    ২ ঘন্টা পর ময়দা মাখাটা ফুলে দিগুন হয়ে গেলে, ভালো করে মেখে ৬ টা বল বানিয়ে ফেলুন। এবারে একটা একটা করে বেলে ফেলুন। বেলা হয়ে গেলে একটার ওপরে লম্বা করে চিকেন পুরটা দিন আর নিচের দিকটা কাটার বা ছুরি দিয়ে লম্বা করে চিরে দিন। (ছবিটা দেখলে বুঝতে পারবেন)। এভাবে সব কটা করে রোল করে দুদিক দিয়ে বেঁকিয়ে দিন নিচের ছবির মোতো।

  5. 5

    এবারে একটা বেকিং ট্রেতে ভালো করে মাখন ব্রাশ করে তাতে পর পর সাজিয়ে দিন চিকেন ক্রয়েসেন্ট গুলো। ওপরে হাল্কা মাখন আর দুধ ব্রাশ করে দিন।

  6. 6

    এবারে কনভেকসন মোডে ১৮০৹C টেমপারেচারে প্রী হিটেড ওভেনে ৩৬-৪০ মিন বেক করুন। আমাদের চিকেন ক্রয়েসেন্ট তৈরী। গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Sevanti Iyer Chatterjee
Sevanti Iyer Chatterjee @cook_25449439
কলকাতা

Similar Recipes