ডিম ফুলকপি (Dim foolkopi recipe in Bengali)

Poulami Sen
Poulami Sen @cook_18123741

#GA4
#week10
গোল্ডেন অ্যাপ্রনের এই সপ্তাহের ধাঁধা থেকে আমি "কলিফ্লাওয়ার" শব্দটি বেছে নিয়েছি।

ডিম ফুলকপি (Dim foolkopi recipe in Bengali)

#GA4
#week10
গোল্ডেন অ্যাপ্রনের এই সপ্তাহের ধাঁধা থেকে আমি "কলিফ্লাওয়ার" শব্দটি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫৫ মিনিট
৩ জন
  1. ৩ টি ডিম
  2. ১ টি ছোটো ফুলকপি
  3. ১ টি আলু ডুমো করে কাঁটা
  4. ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  5. ৫-৬ টি থেঁতো করা রসুন
  6. ১ ইঞ্চি আদা
  7. ১ টি টমেটো কুচি
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
  12. স্বাদমতোনুন
  13. ১/২ চা চামচগোটা জিরে
  14. ১/২ চা চামচগরমমশলা গুঁড়ো
  15. ৪ টেবিল চামচ সর্ষের তেল
  16. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৫৫ মিনিট
  1. 1

    প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে, তারপর আলু ও ফুলকপি গরম জলে ভাপিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে এবং আলু ও ফুলকপি লালচে করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ওই একই তেলে বাকি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে গোটা জিরে ফোঁড়ন দিয়ে হালকা ভেজে নিতে হবে সুগন্ধি বেরোনো পর্যন্ত।

  4. 4

    ফোঁড়ন থেকে হালকা সুগন্ধি বেরতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে তারপর তাতে রসুন বাটা, আদাবাটা ও টমেটো কুচি দিয়ে আরো এক মিনিট ভেজে নিতে হবে।

  5. 5

    সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে সমস্ত গুঁড়ো মশলা, নুন ও চিনি ঢেলে দিতে হবে এবং তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে ভেজে রাখা ফুলকপি ও আলু দিয়ে ভালো করে মিশিয়ে আরো 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে।

  7. 7

    সমস্তটা খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট ফুটতে দিতে হবে আলু ফুলকপি সিদ্ধ হওয়া পর্যন্ত।

  8. 8

    ৫ মিনিট পর ঢাকা খুলে সবজি গুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরো এক মিনিট রান্না করে নিতে হবে।

  9. 9

    পুরোপুরি রান্না হয়ে গেলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে ডিম ফুলকপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poulami Sen
Poulami Sen @cook_18123741

Similar Recipes