রুই ফুলকপি (Rui Foolkopi recie in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#GA4
#Week10
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিয়েছি ফুলকপি আর রান্না করবো ফুলকপি মাছ দিয়ে। যার নাম রুই ফুলকপি।

রুই ফুলকপি (Rui Foolkopi recie in Bengali)

#GA4
#Week10
এই সপ্তাহের ধাঁধা থেকে বেছে নিয়েছি ফুলকপি আর রান্না করবো ফুলকপি মাছ দিয়ে। যার নাম রুই ফুলকপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ১ টি মাঝারি ফুলকপি
  2. ৩ টুকরোরুই মাছ
  3. ১ টি বড় আলু
  4. ১ টি বড়টমেটো
  5. ৩ টেবিল চামচপেঁয়াজ বাটা
  6. ১চা চামচধনে গুঁড়ো
  7. ১.৫ চা চামচহলুদ গুঁড়ো
  8. ১চা চামচজিরে গুঁড়ো
  9. ১চা চামচলঙ্কা গুঁড়ো
  10. ১ টেবিল চামচধনেপাতা কুচি
  11. স্বাদমতোনুন
  12. ১/২কাপতেল
  13. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    মাছ গুলো হলুদ গুঁড়ো ও নুন মেখে ভেজে নিয়েছি। আলু খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে নিয়ে ভেজে নেবো। ফুলকপি মাঝারি টুকরো করে নিয়ে তেলে ভেজে নেবো।

  2. 2

    কড়া তে যে তেল ছিল তাতে পেঁয়াজ বাটা কষিয়ে নেবো যতক্ষন না পেঁয়াজ তেল ছাড়ে। গুঁড়ো মসলা জলে গুলে পেঁয়াজ কষানো তে যোগ করে কষিয়ে নিতে হবে।

  3. 3

    এবার টমেটো কুচি খানিক টা রেখে বাকি মসলা তে যোগ করে কষিয়ে নেবো। আলু ও ফুলকপি ভাজা যোগ করে ১ মিনিট কষিয়ে কম আঁচে ঢেকে রাখতে হবে ২/৩ মিনিট। ঢাকা খুলে ২ কাপ জল মিশিয়ে ফুটতে দিতে হবে কম করে ৫ মিনিট। মাছ ভাজা মিশিয়ে কম আঁচে ঢেকে রাখতে হবে ৫ মিনিট মতো। আলু ফুলকপি ততক্ষনে সিদ্ধ হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিতে হবে। ওপর থেকে টমেটো কুচি ও ধনেপাতা দিয়ে ঢেকে রাখতে হবে ২ মিনিট। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রুই ফুলকপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes