চিংড়ি মালাইকারি (chingri malaikari recipe in bengali)

সুতপা(রিমি) মণ্ডল
সুতপা(রিমি) মণ্ডল @cook_24881445
দওপুকুর

#GA4
#Week14
Coconut_Milk
GA4-এর #Week14-এর খাদ্য ধাঁধার তালিকা থেকে আমি আজ বেছে নিলাম #Coconut_Milk বিষয়টিকে। আর তা দিয়ে একটি অতি চেনা পরিচিত রেসিপি Share করে নিলাম আপনাদের সাথে।।

চিংড়ি মালাইকারি (chingri malaikari recipe in bengali)

#GA4
#Week14
Coconut_Milk
GA4-এর #Week14-এর খাদ্য ধাঁধার তালিকা থেকে আমি আজ বেছে নিলাম #Coconut_Milk বিষয়টিকে। আর তা দিয়ে একটি অতি চেনা পরিচিত রেসিপি Share করে নিলাম আপনাদের সাথে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৪৫মিনিট
৪জন
  1. ১০-১২টাবড়ো সাইজের চিংড়ি
  2. ১ কাপনারকেলের দুধ (১টা গোটা নারকেল পুরো)
  3. ১কাপটমেটো কুচি
  4. ১কাপপিঁয়াজ কুচি
  5. ২টেবিল চামচভাজা পিঁয়াজ
  6. ২টেবিল চামচআদা বাটা
  7. ২টোকাঁচালঙ্কা
  8. ২ চা চামচগোটা গরম মশলা
  9. স্বাদ মতোলাল লঙ্কার গুঁড়ো
  10. ২ টেবিল চামচহলুদ গুঁড়ো
  11. স্বাদমতোনুন
  12. স্বাদমতো,চিনি
  13. ২চা চামচজিরে গুঁড়ো
  14. ১টাতেজপাতা
  15. ১টেবিল চামচঘি
  16. পরিমাণ মতো সর্ষের তেল
  17. পরিমাণ মতোজল

রান্নার নির্দেশ সমূহ

৪০-৪৫মিনিট
  1. 1

    প্রথমে, চিংড়ি মাছ গুলোতে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে ভালো করে ভেজে নিন সর্ষের তেলে।।

  2. 2

    এরপর, মিক্সিতে পিঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা এবং গোটা গরম মশলা একসাথে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিন।।

  3. 3

    এবার, একটা বাটিতে এই পেস্ট, স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য জল দিয়ে পেস্টটি একটা পাতলা করে নিন।।

  4. 4

    কড়াইতে, পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হতে দিন ২-৩মিনিট পর্যন্ত। তেল গরম হলে তাতে, তেজপাতা ও এই পেস্ট করা মশলার মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন মাঝারি আঁচে ৫-৭ মিনিট মতো।।

  5. 5

    এরপর, মশলা অল্প কষানো হলে এতে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দিন ও মাঝারি আঁচে কষতে থাকুন, ৫-৬মিনিট মতো।।

  6. 6

    ৫-৬মিনিট পর, কষানো হলে, এতে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিন। প্রয়োজনে এই সময় আরো একটু হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিন ও ফুটতে দিন ১০-১৫মিনিট মতো।।

  7. 7

    ১০-১৫মিনিট পর, জল শুকিয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা নারকেল দুধ দিয়ে দিন ও আরো ৫-১০মিনিট ঢাকা দিয়ে ভালো ভাবে জ্বাল হতে দিন।।

  8. 8

    এবার, ১০-১৫মিনিট পর, ঢাকা খুলে দেখে নিন। জ্বাল হয়ে ঝোল কমে আসলে, এতে জিরে গুঁড়ো আর সঙ্গে ঘি আর ভাজা পিঁয়াজ দিয়ে দিন ও আরো ৩-৪ মিনিট ফুটতে দিন মাঝারি আঁচে।।

  9. 9

    ৩-৪মিনিট পর ওভেন বন্ধ করে নামিয়ে দিন ও পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা(রিমি) মণ্ডল
দওপুকুর
খেতে খুব একটা ভালো না বাসলেও রান্না করে খাওয়াতে ভীষন ভালোবাসি। সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। তাছাড়া বিভিন্ন সৃজন মূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি।
আরও পড়ুন

Similar Recipes