বাটার চিকেন গ্রেভি (butter chicken gravy recipe in bengali)

সুতপা(রিমি) মণ্ডল
সুতপা(রিমি) মণ্ডল @cook_24881445
দওপুকুর

#GA4
#Week4
GA4-এর চতুর্থ সপ্তাহের খাবারের তালিকা থেকে আরো একটি সুস্বাদু খাবার বেছে নিলাম,এবং তা দিয়ে বানিয়ে ফেললাম একটি দারুন #Gravy-র রেসিপি,বাটার চিকেন গ্রেভি।।

বাটার চিকেন গ্রেভি (butter chicken gravy recipe in bengali)

#GA4
#Week4
GA4-এর চতুর্থ সপ্তাহের খাবারের তালিকা থেকে আরো একটি সুস্বাদু খাবার বেছে নিলাম,এবং তা দিয়ে বানিয়ে ফেললাম একটি দারুন #Gravy-র রেসিপি,বাটার চিকেন গ্রেভি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা ৩০মিনিট
২-৩ জন
  1. চিকেন ম্যারিনেটের জন্য
  2. ৫০০ গ্রামবো চিকেন/হাড় সমেত চিকেন
  3. ৩-৪ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  4. ২ চা চামচ নুন
  5. ১চা চামচআদা বাটা
  6. ২চা চামচভিনিগার
  7. চিকেনের গ্রভির জন্যে
  8. ১টাটমেটো বড়ো বড়ো করে কাটা
  9. ১টাপিঁয়াজ (মিহি করে কুচানো)
  10. ৩টে (রসুন (কুচিয়ে নিতে হবে)
  11. ৮-১০টাকাজু বাদাম
  12. ১টেবিল চামচমাখন
  13. স্বাদ মতোনুন
  14. ১চা চামচচিনি
  15. ১টেবিল চামচআদা বাটা
  16. ২-৩ চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  17. ২টেবিল চামচমাখন
  18. ১-২ চা চামচগরম মশলার গুঁড়ো/গোটা গরম মশলা
  19. ২চা চামচভিনিগার
  20. ২কাপজল
  21. ✓রান্নার জন্যে:-
  22. ২ ফোঁটাহলুদ ফুড কালার রং ভালো রং আনার জন্যে
  23. ২ চা চামচসাদা তেল
  24. প্রয়োজন মতফ্রেশ ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা ৩০মিনিট
  1. 1

    প্রথমে, চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর, চিকেন গুলো ম্যারিনেট করার সব উপাদান দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিন ১ঘণ্টা, (আমি এখানে হাড় সমেত মাংস নিয়েছি)।

  2. 2

    এরপর, বাটার চিকেনের গ্রেভির জন্যে, একটা ননস্টিক ফ্রাইপ্যানে ২চামচ তেল দিয়ে তাতে গ্রেভি তৈরি করার সব উপাদান ভালো করে ভেজে নিয়ে জল দিন ১-২ কাপ মতো। জল দিয়ে ঢাকা দিয়ে সমস্ত উপকরণ সেদ্ধ করে নিন ৫-৭মিনিট মতো।

  3. 3

    ৫-৭মিনিট পর সব উপকরণ সেদ্ধ হলে তা মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নিন,যাতে কোনো দানা দানা না থাকে ।

  4. 4

    ১ঘণ্টা পর, ম্যারিনেট করা চিকেন কড়াই পরিমাণ মতো সাদা তেল দিয়ে তাতে ভেজে তুলে নিন।

  5. 5

    চিকেন ভাজা হয়ে গেলে, এই কড়াইতে আগে থেকে করা রাখা গ্রেভি একটি ছাকনীর সাহায্যে ছেঁকে নিন ও কড়াইতে ঢেলে দিন। ভাজা চিকেন গুলোও দিতে দিন।

  6. 6

    এই অবস্থায় রান্না করতে থাকুন ৫-১০মিনিট মতো। এই সময় প্রয়োজন হলে আরো একটু লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ খাবার রং দিয়ে দিন। সমস্ত উপকরণ ঘন হয়ে এলে আরো একটু বাটার দিয়ে দিন।

  7. 7

    ৫-১০মিনিট রান্না করার পর, গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে দিন, ও ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুতপা(রিমি) মণ্ডল
দওপুকুর
খেতে খুব একটা ভালো না বাসলেও রান্না করে খাওয়াতে ভীষন ভালোবাসি। সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। তাছাড়া বিভিন্ন সৃজন মূলক কাজে নিজেকে ব্যস্ত রাখি।
আরও পড়ুন

Similar Recipes