পেঁয়াজকলির টকঝাল সবজি(Peyejkalir takjhal recipe in bengali)

Rubi Paul
Rubi Paul @cook_21130802

#গল্পকথা
#শীতকালীন সবজি
শীতকাল এমন একটা সময়,এইসময় কোন সবজির অভাব নেই, আজ কিছু টাটকা সবজি পেয়েও গেলাম, তাই দিয়ে বানিয়ে ফেললাম চটপট এই রেসিপিটি।

পেঁয়াজকলির টকঝাল সবজি(Peyejkalir takjhal recipe in bengali)

#গল্পকথা
#শীতকালীন সবজি
শীতকাল এমন একটা সময়,এইসময় কোন সবজির অভাব নেই, আজ কিছু টাটকা সবজি পেয়েও গেলাম, তাই দিয়ে বানিয়ে ফেললাম চটপট এই রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
ফ্যামিলি সার্ভিসিং
  1. 400 গ্রামপেঁয়াজকলি
  2. 1/2ফুলকপি
  3. 1 টাছোটো বেগুন
  4. 2 মুঠোছাড়ানো মটরশুটি
  5. 1 টাটমেটো
  6. 1 টাকাঁচা টমেটো
  7. 2-3 কোয়া রসুন
  8. 1 টামাঝারি সাইজের পেঁয়াজ
  9. স্বাদ অনুযায়ীকাঁচা লঙ্কা কুচি (ঝাল বুঝে)
  10. 1 টাশুকনোলঙ্কা
  11. 1 চা চামচকালো জিরে
  12. 1 চা চামচজিরা গুঁড়ো
  13. 1 চা চামচধনে গুঁড়ো
  14. 10 টাবিউলির ডালের বড়ি
  15. 1 চা চামচহলুদ গুঁড়ো
  16. স্বাদ মতনুন ও চিনি
  17. প্রয়োজন অনুযায়ীসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    সব সবজি কেটে ধুয়ে নেব, মটরশুটি ছাড়িয়ে নেব, বিউলির ডালের বড়ি ভেজে তুলে রাখবো,

  2. 2

    কড়াইয়ে সরষের তেল গরম করে রসুন থেঁতো,শুকনো লঙ্কা,কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ ভাজা হয়ে এলে পেঁয়াজকলি, ফুলকপি,আলু দিয়ে দেব, এবার ভালোভাবে নাড়াচাড়া করব,

  3. 3

    একটু ভাজা হয়ে এলে কেটে রাখা বেগুন, টমেটো,কাঁচা টমেটো, জিরেগুঁড়ো ধনেগুঁড়ো নুন, একটু মিষ্টি,হলুদ দিয়ে,ভালোভাবে নাড়াচাড়া করব,

  4. 4

    তেল ছেড়ে এলে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, এই সময়ে বিউলির ডালের ভাজা বড়িগুলো দিয়ে দেবো,কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করব, সবজিগুলো সেদ্ধ হয়ে গামাখা হলে নামিয়ে নেব,

  5. 5

    রুটি পরোটা বা ভাতের সাথে এক কথায় দারুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rubi Paul
Rubi Paul @cook_21130802

Similar Recipes