গলদাচিংড়ির মালাইকারি(Galda chingri malaikari recipe in Bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#GA4
#week14
এই বার এর ধাঁধা থেকে আমি বেছেছি কোকোনাট মিল্ক আর বানিয়েছি গলদা চিংড়ির মালাইকারি।

গলদাচিংড়ির মালাইকারি(Galda chingri malaikari recipe in Bengali)

#GA4
#week14
এই বার এর ধাঁধা থেকে আমি বেছেছি কোকোনাট মিল্ক আর বানিয়েছি গলদা চিংড়ির মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ৪ টে গলদা চিংড়ি মাছ
  2. ১ টা মাঝারি পেঁয়াজ
  3. ১/২ ইন্চি আদা
  4. ৪ কোয়া রসুন
  5. ২ টো শুকনো লঙ্কা
  6. ২ টো তেজপাতা
  7. ২ টো এলাচ
  8. ৪ টে লবঙ্গ
  9. ১ ইন্চি দারুচিনি
  10. ১/২ কাপ নারকেলের দুধ
  11. স্বাদমতোলবণ ও চিনি
  12. ১/৪ চা চামচ গরম মসলা গুঁড়ো
  13. ২ টেবিল চামচ সরিষার তেল
  14. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    লঙ্কা দুটো গরম জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    পেঁয়াজ, আদা, রসুন আর ভেজানো সুকনো লঙ্কা মিক্স তে বেটে নিতে হবে।

  3. 3

    নারকেলের টুকরো ছাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার গরম জলে এটা ভিজিয়ে রাখতে হবে ৫ মিনিট। এরপর হাত দিয়ে চেপে চেপে দুধ বের করে নেব।

  4. 4

    কড়াইতে সরষের তেল গরম করে মাছ ভেজে তুলে রাখতে হবে।

  5. 5

    ওই তেলে তেজপাতা আর গোটা গরম মসলা ফোড়ন দিয়ে বাটা মসলা টা দিয়ে কষিয়ে নেব।

  6. 6

    এবার সামান্য জল দিয়ে ফুটিয়ে, নারকেল এর দুধ মিশিয়ে নেব। এবার মাছ গুলো দিয়ে চাপা দিয়ে ফুটিয়ে নেব। মাছ সেদ্ধ হয়ে গেলে, আর ঝোল কমে এলে ঘি, গরম মসলা দিয়ে নামিয়ে নেবো।

  7. 7

    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গলদা চিংড়ির মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes