হায়দরাবাদি ভেজ পনির পোলাও (Hydrabadi veg paneer polao recipe in Bengali)

Dipali Bhattacharjee
Dipali Bhattacharjee @cook_16234326
Howrah

হায়দরাবাদি ভেজ পনির পোলাও (Hydrabadi veg paneer polao recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 500 গ্রামবাসমতী চাল
  2. 200 গ্রামটুকরো করা পনির
  3. 1/2ফুলকপি টুকরো করে কাটা
  4. 1 টাগাজর লম্বা স্লাইস করে কাটা
  5. পরিমাণ মতোকয়েকটি মটরশুঁটি
  6. 2টেবিল চামচ কিসমিস
  7. 2টেবিল চামচ পেস্তা
  8. 10/12 টাকাজু
  9. 1/2টেবিল চামচ জাফরান
  10. 1/2 কাপনারকেল দুধ
  11. 1/2 কাপদই
  12. 1টেবিল চামচ গরমমশলা গুঁড়ো (জায়ফল জয়িত্রী এলাচ লবঙ্গ দারচিনি)
  13. স্বাদ মতো নুন
  14. 1টেবিল চামচ চিনি
  15. 1 টাবড় পেঁয়াজ
  16. 1টেবিল চামচ আদা রসুন ধনেপাতা বাটা
  17. 1/2 কাপধনেপাতা বা পুদিনা পাতা কুচি
  18. 1/2 কাপসাদা তেল
  19. 2টেবিল চামচ ঘি
  20. 2 টাতেজপাতা
  21. 3/4 ফোঁটাকরে কেওড়া আর গোলাপ জল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    চাল 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম।

  2. 2

    ফুলকপি ভাপিয়ে ভেজে নিলাম।

  3. 3

    পনির ভেজে নিলাম

  4. 4

    গাজর ড্রাই ফ্রুটস হালকা ভেজে নিলাম।

  5. 5

    তেল ঘি মিশিয়ে কড়াইতে তেজপাতা দিয়ে এতে পেঁয়াজ ভেজে নিলাম

  6. 6

    এতে আদা ধনেপাতা রসুন বাটা দিলাম

  7. 7

    তাতে চাল দিয়ে চাল ভেজে নিলাম।

  8. 8

    নারকেল দুধে কেশর মিশিয়ে নিলাম।

  9. 9

    চালে একে একে দই দুধ নুন মিষ্টি সবজি পনির দিলাম।

  10. 10

    চালের মাপের থেকে 1/2 ইঞ্চি বেশি জল দিলাম।

  11. 11

    চাল ফুটলে এতে ড্রাই ফ্রুটস কেওড়া জল ও গোলাপ জল দিলাম।

  12. 12

    ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিট রাখলাম। চাল সেদ্ধ হলে নামিয়ে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলাম।

  13. 13

    ননস্টিক প্যানে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। কুকার হলে 2 টো হুইসেল দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dipali Bhattacharjee
Dipali Bhattacharjee @cook_16234326
Howrah
আমি রান্না করতে ভালবাসি
আরও পড়ুন

Similar Recipes