ভেজ পাকোড়া (veg pakora recipe in Bengali)

প্রিয়াঙ্কা দত্ত
প্রিয়াঙ্কা দত্ত @priyanka123
GOBARDANGA
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
5 জন
  1. 1 কাপগাজর কুচি
  2. 1 কাপবাঁধাকপি কুচি
  3. 1 কাপআলু টুকরো ছোট করে
  4. 1 কাপফুলকপি টুকরো
  5. 1/2 কাপমেথি শাক কুচানো
  6. 1/2 কাপপিঁয়াজ শাক কুচানো
  7. 1/2 কাপকরাইসুটি
  8. স্বাদমতো লঙ্কা কুচি
  9. স্বাদমতোনুন
  10. পরিমাণ মতোসাদা তেল
  11. 2টেবিল চামচ চালের গুঁড়ো
  12. 2টেবিল চামচ বেসন
  13. 1টেবিল চামচ ময়দা
  14. স্বাদমতোগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    সমস্ত সবজি ধুয়ে নিয়ে জল ঝরাতে হবে।

  2. 2

    সমস্ত সবজি তে ভালো করে নুন মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে।

  3. 3

    এবার চালের গুঁড়ো,ময়দা,বেসন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে সবজি গুলো মেখে নিতে হবে।কোনো জল লাগবেনা সবজি থেকে যা জল বেরোবে সেই জলেই মাখা হয়ে যাবে।

  4. 4

    যদি মিশ্রণ টা খিব নরম হয়ে কে তাহলে আর অল্প কিছু ময়দা দিয়ে মিশ্রণ টা মাখতে হবে।যেন সবজি গুলো ছেড়ে না যায়।

  5. 5

    এবার কড়াইতে তেল গরম করে মিডিয়াম ফ্লেম এ একটু একটু করে স্বকীর মিশ্রণ বড়ার আকারে ছেড়ে ভেজে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
প্রিয়াঙ্কা দত্ত
GOBARDANGA
আমি রান্না করতে খুব খুব ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes