বাঁধাকপির বড়া(bandhakopir bora recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#GA4
#14
যে কোনো সময় বিভিন্ন সবজি দিয়ে বড়া বানিয়ে খেতে খুব ভালো লাগে আমার।আর শীতকালে আছে ফুলকপি ও বাঁধাকপির বড়া।আজ আমি সেই বড়াই বানাবো শব্দছক থেকে 'cabbage'শব্দ টি বেছে নিয়ে।

বাঁধাকপির বড়া(bandhakopir bora recipe in Bengali)

#GA4
#14
যে কোনো সময় বিভিন্ন সবজি দিয়ে বড়া বানিয়ে খেতে খুব ভালো লাগে আমার।আর শীতকালে আছে ফুলকপি ও বাঁধাকপির বড়া।আজ আমি সেই বড়াই বানাবো শব্দছক থেকে 'cabbage'শব্দ টি বেছে নিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৬জন
  1. ১/২একটি ছোট বাঁধাকপির
  2. ৩টেবিলচামচ আতপ চালের গুঁড়ো
  3. ৬টেবিলচামচ বেসন(চুড়ো করে)
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ২ টিকাঁচালঙ্কা কুচি(ইচ্ছে অনুযায়ী)
  6. ১/২ চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. প্রয়োজন মতভাজার জন্য রিফাইন্ড অয়েল
  11. প্রয়োজন মতঅল্প জল বাঁধাকপি ভাপানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    নুন দিয়ে ফোটানো গরম জলে ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি ভিজিয়ে রাখতে হবে পনের মিনিট মতো একটা ঢাকা দিয়ে।এরপর জল থেকে চিপে তুলে নিতে হবে একটা বড় পাত্রে।

  2. 2

    দিতে হবে এক এক করে বেসন, চালের গুঁড়ো, লঙ্কা কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো,ধনেপাতা কুচি ও স্বাদ অনুযায়ী নুন।

  3. 3

    সব কিছু একসঙ্গে মাখিয়ে নিতে হবে বেশ করে, দেখতে হবে যেন একটু টাইট হয় এই মাখা।

  4. 4

    ফ্রাইপ্যানে অল্প করে তেল দিয়ে গরম করে নিতে হবে সেই তেল।এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মাখার অংশ থেকে কিছুটা করে নিয়ে বড়ার আকারে গড়ে যতটা ধরে ততটা দিয়ে ভেজে নিতে হবে এক পিঠ।লাল করে ভেজে নিতে হবে।

  5. 5

    হয়ে গেলে উল্টে দিতে হবে বড়ার অপর পিঠ।

  6. 6

    এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে সেই বড়া একটা ডিশের উপর। আবার বাকিটা থেকেও একইভাবে ভেজে নিতে হবে বড়া।

  7. 7

    সব বড়া ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করতে হবে ভাত-ডালের সাথে বা মুড়ির সাথে, নাহলে শুধু মুখেই।এর এমন স্বাদ যে,কোনো কিছুতেই খারাপ লাগবে না।তাহলে আর দেরি কেন!হয়ে যাক কালই👍😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Top Search in

Similar Recipes