রঙ্গিলা পাটিসাপ্টা (Rangeela patishapta recipe in Bengali)

Rina Das
Rina Das @cook_17348736

#CCC
বাঙালির বারো মাসে তেরো পার্বন যেমন পৌষ সংক্রান্তির তার মধ্যে অন্যতম , আর ভালোলাগার মধ্যে প্রথম পছন্দ তালিকায় স্থান অধিকার করে রেখেছে আধুনিক যুগের সাথে পাল্লা দিতে হবে তাই এই রঙ্গিলা পাটিসাপটা বানিয়ে ফেল্লাম 💕দেখার সাথে সাথে অপূর্ব খেতেও ঐ যে কথায় আছে না পেয়লে দর্শন ধারি বাদমে গুন বিচারি

রঙ্গিলা পাটিসাপ্টা (Rangeela patishapta recipe in Bengali)

#CCC
বাঙালির বারো মাসে তেরো পার্বন যেমন পৌষ সংক্রান্তির তার মধ্যে অন্যতম , আর ভালোলাগার মধ্যে প্রথম পছন্দ তালিকায় স্থান অধিকার করে রেখেছে আধুনিক যুগের সাথে পাল্লা দিতে হবে তাই এই রঙ্গিলা পাটিসাপটা বানিয়ে ফেল্লাম 💕দেখার সাথে সাথে অপূর্ব খেতেও ঐ যে কথায় আছে না পেয়লে দর্শন ধারি বাদমে গুন বিচারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট লাগবে
4-6 জনের জন্য
  1. ব্যাটার বানাতে যা লাগবে
  2. 1 কাপচাল গুঁড়ো
  3. 1/2 কাপময়দা
  4. 1/4 চা চামচএলাচ গুঁড়ো
  5. প্রয়োজন মতো দুধ
  6. 2টেবিল চামচ চিনি
  7. 1/8 চা চামচনুন
  8. পুরের উপকরণ
  9. 2টেবিল চামচ ঘি
  10. 1 কাপগাজর গ্রেট করা
  11. 1/4 কাপশুকনো নারকেল কোরা (হোমমেড)
  12. 1/2 কাপখোয়া ক্ষীর
  13. 2টেবিল চামচ কনডেন্সড মিল্ক
  14. 1টেবিল চামচ চিনি (অফশানাল)
  15. 1/2 কাপকিসমিস
  16. প্রয়োজন অনুযায়ীঅরেঞ্জ রং ফুল থেকে বার করা
  17. প্রয়োজন অনুযায়ীলাল, সবুজ রং
  18. পরিমান মতোভাজার জন্য ঘি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট লাগবে
  1. 1

    প্রথমে কিছুটা উপকরণ একসাথে করে নিলাম, গাঁদাফুল থেকে জল দিয়ে ফুটিয়ে রং বার করে নিলাম।

  2. 2

    কিছুটা সাদা ব্যাটারে রং দিয়ে রঙিল ব্যাটার তৈরি করে নিলাম💕

  3. 3

    এবার কড়াইতে ঘি দিয়ে গ্রেট করা গাজর দিয়ে অল্প আঁচে ভেজে নরম করে নিলাম।

  4. 4

    নরম হয়েগেছে এবার খোয়াক্ষির দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কন্ডেশমিল্ক দিয়ে নাড়াচাড়া করে চিনি দিয়ে মিশিয়ে শুকনো নাড়কোল কোরা দিয়ে ভালো নাড়াচাড়া করে কড়াই থেকে ছেড়ে আসছে তখন নামিয়ে নিলাম।

  5. 5

    গাজরের পুর, রং মেশানো ব্যাটার সব তৈরি করে গুছিয়ে নিলাম করার পালা।

  6. 6

    এবার অল্প গরম ফ্রাইপ্যানে ঘি ব্রাস করে নিয়ে কুইজিন বোতলের সাহায্যে ইচ্ছা মতো ডিজাইন করে নিলাম 2 মিনিট রেখে তারপর ডিজাইনের উপর থেকে সাদা ব্যাটার দিয়ে একটু অল্প আঁচে হতে দিলাম একটু সেঠ হলে,তারপর উপরে পুরটা দিয়ে আসতে আসতে মুরে রোল বানিয়ে নিলাম।

  7. 7

    এই ভাবে সব কটাই বানিয়ে নিতে হবে।

  8. 8

    এই ভাবে সব কটাই বানিয়ে নিলাম💕

  9. 9

    হয়ে গেলো আমার রঙ্গিলা পাটিসাপ্টা ছবি তোলা শেষে খাওয়া শুরু 😂।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

মন্তব্যগুলি (20)

Similar Recipes