ক্ষীরের পাটিসাপ্টা (kheer er patisapta recipe in Bengali)

Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

#সংক্রান্তি
সংক্রান্তির দিন আমার বাড়িতে খীর এর পাটিসাপটা হতেই হবে। এই অসাধারণ সুস্বাদু পাটিসাপটা না করলে পৌষ পার্বন অসম্পূর্ণ। তাই বন্ধুরা সবাই তোমরাও নিশ্চয়ই আমার মতো আজ পাটিসাপটা করেছো।

ক্ষীরের পাটিসাপ্টা (kheer er patisapta recipe in Bengali)

#সংক্রান্তি
সংক্রান্তির দিন আমার বাড়িতে খীর এর পাটিসাপটা হতেই হবে। এই অসাধারণ সুস্বাদু পাটিসাপটা না করলে পৌষ পার্বন অসম্পূর্ণ। তাই বন্ধুরা সবাই তোমরাও নিশ্চয়ই আমার মতো আজ পাটিসাপটা করেছো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 300 গ্রামময়দা
  2. 100 গ্রামচালের গুরো
  3. 1/2 লিটারদুধ
  4. 100 গ্রামচিনি
  5. 2 কাপ ক্ষীর এর জন্য দুধ
  6. 2 টেবল চামচঘি
  7. 1 কাপ গুঁড়ো দুধ
  8. প্রয়োজন অনুযায়ীসাজানোর জন্য কয়েকটি চেরি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথম ময়দা চালের গুরো দুধ ও চিনি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ।

  2. 2

    এবার খীর করার জন্য একটি প্যান এ ঘি দিয়ে তাতে হাল্কা ইষদুষ্ন দুধ ঢেলে দিতে হবে।

  3. 3

    এবার অল্প অল্প করে গুরো দুধ ঢেলে গ্যাস একদম কমিয়ে অনবরত নারতে নারতে খোয়া খীর তৈরি করে নিতে হবে।

  4. 4

    এভাবে পাটিসাপটার পুরের জন্য খীর তৈরি করে ঠান্ডা করে নিতে হবে।

  5. 5

    এবার প্যান এ হালকা তেল ব্রাশ করে ময়দা ও চাল গুরোর ব্যাটার টি একটি গোল হাতা দিয়ে ঢেলে দিয়ে তার মাঝখান খোয়া খীর এর পুর দিয়ে দিতে হবে। এবং ভাজ করে দিতে হবে।

  6. 6

    এবার ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু খোয়া খীরের পাটিসাপটা। আমি এখানে সাজানোর জন্য চেরী ব্যবহার করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

Similar Recipes