মাফিন (Muffin recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#CCC
আর এক দিন পরেই বড় দিন | বড় দিনে কেক, পেস্ট্রি, মাফিন নানা রকম লোভনীয় খাবার খেয়ে আমরা উদযাপন করি প্রভু যীশুর জন্ম দিন | আজ আমি বানালাম আটা ,চকোচিপ্স , গাজর ,কিসমিস, পেঠা দিয়ে তৈরী মজাদার মাফিন | এটা প্রথমবার বানালাম । দেখতে এবং খেতে ও বেশ সুন্দর হয়েছে | ডিম ছাড়া সাধারন উপাদানে তৈরী এবং হয়েও যায় চটজলদি I যারা এখন ও কিছু বানাওনি এক্ষুনি বানিয়ে ফেলো আর বড় দিনের মজা উপভোগ কর |

মাফিন (Muffin recipe in Bengali)

#CCC
আর এক দিন পরেই বড় দিন | বড় দিনে কেক, পেস্ট্রি, মাফিন নানা রকম লোভনীয় খাবার খেয়ে আমরা উদযাপন করি প্রভু যীশুর জন্ম দিন | আজ আমি বানালাম আটা ,চকোচিপ্স , গাজর ,কিসমিস, পেঠা দিয়ে তৈরী মজাদার মাফিন | এটা প্রথমবার বানালাম । দেখতে এবং খেতে ও বেশ সুন্দর হয়েছে | ডিম ছাড়া সাধারন উপাদানে তৈরী এবং হয়েও যায় চটজলদি I যারা এখন ও কিছু বানাওনি এক্ষুনি বানিয়ে ফেলো আর বড় দিনের মজা উপভোগ কর |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০ মিনিট
১০ জন
  1. ১ কাপ আটা
  2. ১ কাপ গাজর গ্রেট করা
  3. ১ চিমটি নুন
  4. ১/২ চা চামচ বেকিং সোডা
  5. ১/২ চা চামচ বেকিং পাউডার
  6. ৩ চা চামচ জল ঝরানো দই
  7. ১ কাপ চিনি গুঁড়ো
  8. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  9. ৪চা চামচ সাদা তেল
  10. ১/২ কাপ দুধ
  11. ২চা চামচ কিসমিস
  12. ২ চা চামচ পেঠা
  13. ২ চা চামচ চকো চিপস
  14. ২ চা চামচ রোস্টেড চারমগজ

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০ মিনিট
  1. 1

    প্রথমে আটা খাবার সোডা,বেকিং সোডা, নুন মিশিয়ে, তাতে চিনি দিয়ে ভালো মত চেলে নিতে হবে | তারপর তাতে জল ঝরা.দই, তেল, ভ্যানিলা ও দুধ মিশিয়ে ৮-১০.মিনিট কাট এণ্ড ফোল্ড পদ্ধতিতে ফেটিয়ে নিতে হবে | সামান্য গ্রেট করা গাজর এতে মেশাতে হবে I

  2. 2

    আটার মিশ্রনে গাজর মেশানো হলে সেটি আরো একটু ফেটিয়ে নিতে হবে | কিসমিস,পেঠা চার মগজ মেশাতে হবে | কাপ গুলি সামান্য তেল ব্রাস করে নিতে. হবে |

  3. 3

    গ্যাসে একটি মোটা পাত্রে নুন ও স্ট্যান্ড বসিয়ে ১০ মিনিট ঢেকে প্রিহিট করে নিতে হবে |

  4. 4

    এবার কাপে তেল ব্রাস করে তাতে ঐ ব্যাটারটা ওপর থেকে ঢেলে. ২ বার টেপ করে নিতে.হবে | উপর দিয়ে কিছু.গাজর,চোকোচিপস, চারমগজ ওপেঠাকুচি ছড়িয়ে দিতে হবে । এবার কাপ গুলি প্রিহিট পাত্রে বসিয়ে ঢাকা দিতে হবে | উচ্চ তাপে ১০ মিনিট পর গ্যাস কমিয়ে আরো ২০ মিনিট রেখে । একটা স্টিক দিয়ে মাফিনটা চেক করে গ্যাস বন্ধ করে দিতে হবে |

  5. 5

    এবার প্লেটে দিয়ে গরম গরম চা বা কফির সাথে মাফিনগুলো পরিবেশন করতে হবে |বড় দিনের সকালে গরম কফিতে চুমুক দিতে দিতে বেশ লাগবে এই মাফিন |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes