কড়াইশুঁটির কচুরি (koraishutir kochuri recipe in Bengali)

Rakhi Ghosh
Rakhi Ghosh @cook_27881776

#নন্দিনী
ময়দা নুন,সাদাতেল,কয়েকটি চিনির দানা ভালো করে মিশিয়ে ময়দা মাখতে হবে।কড়াইশুঁটি ছাড়িয়ে পেস্ট করতে হবে।কড়াইতে তেলে জিরা,শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা কড়াইশুঁটি স্বাদমতো নুন,মিষ্টি,আদা,কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে পুর তৈরী করে নিতে হবে।ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে।
এবার লেচি কেটে ভিতরে পুর ভরে লুচির মতো বেলে ছাঁকা তেলে ভাজলেই শীতের
সুস্বাদু কড়াইশুঁটির কচুরি রেডি।গরম গরম আলুর দমের সাথে অতি উত্তম উপাদেয় খাবার।

কড়াইশুঁটির কচুরি (koraishutir kochuri recipe in Bengali)

#নন্দিনী
ময়দা নুন,সাদাতেল,কয়েকটি চিনির দানা ভালো করে মিশিয়ে ময়দা মাখতে হবে।কড়াইশুঁটি ছাড়িয়ে পেস্ট করতে হবে।কড়াইতে তেলে জিরা,শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা কড়াইশুঁটি স্বাদমতো নুন,মিষ্টি,আদা,কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে পুর তৈরী করে নিতে হবে।ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে।
এবার লেচি কেটে ভিতরে পুর ভরে লুচির মতো বেলে ছাঁকা তেলে ভাজলেই শীতের
সুস্বাদু কড়াইশুঁটির কচুরি রেডি।গরম গরম আলুর দমের সাথে অতি উত্তম উপাদেয় খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
চারজনের জন্য
  1. ২৫০গ্রাম ময়দা
  2. ৪০০গ্রাম কড়াইশুঁটি
  3. ৩০০গ্রাম সাদা তেল
  4. স্বাদ মতনুন,চিনি
  5. ১ চা চামচআদা
  6. ১ চা চামচগোটা জিরা
  7. ২টোশুকনো লঙ্কা দুটা
  8. ১ চা চামচ ভাজা মশলা(জিরা,গরমমশলা,শুকনোলঙ্কা,শুকনো ভেজে গুঁড়িয়ে)।

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    ময়দা মেখে লেচি কেটে রাখতে হবে। কড়াইশুঁটি ছাড়িয়ে পেস্ট করে পুর করে নিতে হবে।

  2. 2

    লেচির ভিতর পুর দিয়ে লুচির মতো বেলে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে সাদাতেলে কচুরি ভাজতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করতে হবে সুস্বাদু লোভনীয় শীতের কড়াইশুঁটির কচুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rakhi Ghosh
Rakhi Ghosh @cook_27881776

Similar Recipes