শাহী পনির (Shahi Paneer recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

#GA4
#week17
এই সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি শাহী পনীর।

শাহী পনির (Shahi Paneer recipe in Bengali)

#GA4
#week17
এই সপ্তাহের ধাঁধার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি শাহী পনীর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 200 গ্রামপনীর
  2. 1 চা চামচসাদা তেল
  3. 4 টেমাঝারি আকারের পিঁয়াজ কুচি
  4. 10-12 কোয়াছোট রসুন
  5. 2 টোটমেটো কুচি
  6. 2 টোকাঁচা লঙ্কা চেরা
  7. 2 টোএক ইঞ্চির আদা কুচি
  8. 10 টাকিসমিস
  9. 10 টাভাঙা কাজুবাদাম
  10. 1টেবিল চামচ ভেজানো চালমগজ
  11. 2 টোএলাচ থেঁতো করা
  12. 2 টোলবঙ্গ
  13. 1ইঞ্চি দারুচিনির টুকরো
  14. স্বাদ মতো লবণ ও চিনি
  15. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  16. 1/4 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  17. 1/2 চা চামচশাহী গরম মশলা
  18. 1টেবিল চামচ কসৌরি মেথি
  19. প্রয়োজন মতো ঘি
  20. প্রয়োজন মতো জল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে 1 চা চামচ তেল গরম করে তাতে পিঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজুবাদাম, কিসমিস সব কিছু দিয়ে হালকা সাঁতলে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  2. 2

    ভাজা মিশ্রন টা একটু ঠাণ্ডা করে নিয়ে তার সাথে ভিজিয়ে রাখা চালমগজ দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে ঘি গরম করে পনীরের টুকরো গুলো হালকা ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    ওই ঘি এর মধ্যেই এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোরন দিয়ে মশলার মিশ্রন টা ঢেলে দিতে হবে।

  5. 5

    মশলার কাঁচা গন্ধ টা চলে গেলে লবণ, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে হবে। তেল ছাড়া ছাড়া হয়ে এলে ভেজে রাখা পনীর আর মশলা ধোয়া জল দিয়ে ঢাকা দিতে হবে 5 মিনিট।

  6. 6

    শুকনো কড়াইতে কসৌরি মেথি নেড়ে গুঁড়ো করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে কসৌরি মেথি গুঁড়ো দিতে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    নামানোর আগে শাহী গরম মশলা গুঁড়ো দিয়ে 5 মিনিট ঢেকে রেখে সার্ভ করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes