শাহী পনির (shahi paneer recipe in Bengali)

Padma Pal
Padma Pal @cook_25175421

#GA4
#week17
এবারে বানিয়েছি শাহী পনির।

শাহী পনির (shahi paneer recipe in Bengali)

#GA4
#week17
এবারে বানিয়েছি শাহী পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮০ মিনিট
৩ জন
  1. ২০০ গ্ৰাম পনির
  2. ২ টেবিল চামচ দই
  3. ২ টি পেঁয়াজ
  4. ২ টি টমেটো
  5. ২ টি শুকনো লঙ্কা
  6. ১ টেবিল চামচ কাজুবাদাম
  7. ১/২ কাপ মালাই
  8. ২ টেবিল চামচ ঘি
  9. ১ চা চামচ জিরা
  10. ১ টেবিল চামচ আদা বাটা
  11. ১ টেবিল চামচ রসুন বাটা
  12. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  14. ১ চা চামচ ধনে গুঁড়ো
  15. ৩-৪ টা গোটা গরম মশলা
  16. ১ চা চামচ কসুরি মেথি
  17. স্বাদমতোলবণ
  18. ১ কাপ দুধ

রান্নার নির্দেশ সমূহ

৮০ মিনিট
  1. 1

    আলাদা আলাদা করে পেঁয়াজ, টমেটো ও শুকনো লঙ্কা, কাজুবাদাম, আদা ও রসুন পেস্ট করে নিয়েছি।

  2. 2

    মাঝারি আঁচে কড়াই গরম করে তাতে ঘী দিলাম, এবং তার মধ্যে গরম মসলা ও জিরা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম।

  3. 3

    পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে আদা ও রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে কাজুবাদামের পেস্ট দিলাম।মিশ্রন টা ২ মিনিট ভেজে ওতে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। এরপর টমেটো পেস্ট ও লবণ দিয়ে ২ মিনিট ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিলাম

  4. 4

    এরপর দই এর সাথে ধনে গুঁড়ো মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এবং মিশ্রনে দই দিয়ে নাড়াচাড়া করে একটু সময় রান্না হতে দিলাম।

  5. 5

    অল্প সময় পরে এর মধ্যে দুধের মালাই দিয়ে নাড়াচাড়া করলাম এবং কাশুরি মেথি তাওয়ায় ভেজে নিয়ে মিশ্রনে মিশিয়ে নিয়ে ২ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব।

  6. 6

    আমাদের গ্রেভি তৈরি হলেই চৌকো করে কেটে রাখা পনির তার মধ্যে দিয়ে রান্না হতে দেব। ৩ মিনিট ফুটিয়ে নিলেই সাহি পনির তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Padma Pal
Padma Pal @cook_25175421

Similar Recipes