শাহী পনির(Shahi Paneer receipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#GA4
#Week17
সপ্তদশ সপ্তাহের ধাঁধার উত্তর থেকে আমি শাহী পনির শব্দ বেছে নিয়ে তৈরি করেছি শাহী পনির।

শাহী পনির(Shahi Paneer receipe in Bengali)

#GA4
#Week17
সপ্তদশ সপ্তাহের ধাঁধার উত্তর থেকে আমি শাহী পনির শব্দ বেছে নিয়ে তৈরি করেছি শাহী পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জন
  1. ২০০ গ্রাম পনির(টুকরো করে কাটা)
  2. ১ টি পেঁয়াজ (টুকরো করে কাটা)
  3. ১টি টমেটো (টুকরো করে কাটা)
  4. ৮-১০ টি কাজুবাদাম
  5. ২-৩ টি রসুনের কোয়া
  6. ১ টি আদার টুকরো
  7. ৪ টেবিল চামচ ঘি
  8. ২ টেবিল চামচ টক দই
  9. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রীম
  10. ১ কাপ দুধ
  11. ২ চা চামচ কাশ্মিরী লংকা গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়ো
  13. ১ চা চামচ জিরে গুঁড়ো
  14. ২ চা চামচ শাহী গরম মশলা
  15. ২ টি তেজপাতা
  16. ২ টি লাল শুকনো লংকা
  17. ১ চা চামচ চিনি
  18. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটি কড়াইতে ৪ টেবিল চামচ ঘি গরম করে তাতে ৮-১০ টি কাজুবাদাম দিতে হবে ।

  2. 2

    এবার তাতে ২-৩ টি রসুনের কোয়া, ১ টি আদার টুকরো, টুকরো করে কাটা ১ টি পেয়াজ ও ১ টি টমেটো দিতে হবে ।

  3. 3

    এরপর উপকরণগুলি সামান্য ভেজে নিয়ে তুলে নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিতে হবে ।তারপর ঐ ঘি তে টুকরো করে কাটা ২০০ গ্রাম পনির সামান্য ভেজে নিতে হবে ।

  4. 4

    পনির ভাজার সময় তাতে ২ চা চামচ কাশ্মিরী লংকা গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো ও ১ চা চামচ জিরে গুঁড়ো দিতে হবে ।

  5. 5

    তারপর তাতে ২ টেবিল চামচ টক দই দিয়ে একটু কষে নিতে হবে ।এবার তাতে মিক্সারে গ্রাইন্ড করা মশলা দিয়ে দিতে হবে ।

  6. 6

    আরেকটু কষে নিয়ে এবার তাতে ১ কাপ দুধ ঢেলে ঢাকনা দিয়ে ৫ মিনিট দমে ফোটাতে হবে ।ঢাকনা খুলে তাতে স্বাদমতো নুন দিতে হবে ।

  7. 7

    এরপর তাতে ১ চা চামচ চিনি, ২ চা চামচ শাহী গরম মশলা ও ২ টেবিল চামচ ফ্রেশ ক্রীম দিতে হবে ।

  8. 8

    ফ্রেশ ক্রীমটা মিশিয়ে নিয়ে উপর থেকে সামান্য ফ্রেশ ক্রীম ও শাহী গরম মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে শাহী পনির ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes