রেস্টুরেন্ট স্টাইল শাহী পনির(shahi paneer recipe in Bengali)

sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)

#GA4
#week17
শাহী পনির একটি অসাধারণ রেসিপি যেটি রুটি বা নানের সাথে খুবই ভালো লাগে।

রেস্টুরেন্ট স্টাইল শাহী পনির(shahi paneer recipe in Bengali)

#GA4
#week17
শাহী পনির একটি অসাধারণ রেসিপি যেটি রুটি বা নানের সাথে খুবই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জনের জন্য
  1. 150 গ্রামপনির
  2. 3টেবিল চামচ বাটার / মাখন
  3. প্রয়োজন মতো সাদা তেল
  4. 1 চামচআদা কুচি
  5. 4 টেরসুন কোয়া
  6. 1 টা মাঝারি পেঁয়াজ
  7. 2 টোছোটো টমেটো
  8. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  9. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. স্বাদ মতো নুন
  11. 1টেবিল চামচ চিনি
  12. 4 টেবিল চামচদই
  13. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  14. পরিমান মতোশাহী গরম মশলা
  15. 7 টিকাজু বাদাম
  16. 3 টিআমন্ড বাদাম
  17. 1 টিতেজ পাতা
  18. 3টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  19. 3 টিচেরা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    কড়াইতে 2 টেবিল চামচ বাটার, 1 টেবিল সাদা তেল দিয়ে 2 টি এলাচ, 2 টি লবঙ্গ, 1 টি দারুচিনি ও একটা তেজপাতা দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াতে হবে 5 মিনিট

  2. 2

    এবার একে একে পিঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, দিয়ে স্বাদ মতো নুন ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াতে হবে।

  3. 3

    নাড়ানোর দুই মিনিট পর কাজু ও আমন্ড বাদাম ও লঙ্কা গুলো দিয়ে 2 মিনিট কষাতে হবে।

  4. 4

    এবার ফেটানো টক দই, ও জিরে গুঁড়ো দিয়ে কম তাপে 1 মিনিট নেড়ে অল্প জল দিয়ে 2 মিনিট কষাতে হবে, মশলা শুকনো হলে নামিয়ে নিতে হবে।

  5. 5

    5 মিনিট রেখে ঠান্ডা করে মিহি পেষ্ট বানিয়ে নিতে হবে ।

  6. 6

    পেষ্ট টিকে ঝেঁকে বড়ো অংশ গুলো আলাদা করতে হবে।

  7. 7

    কড়াইতে 1 টেবিল চামচ বাটার ও 1 চামচ সাদা তেল দিয়ে ছেঁকে নেওয়া মিশ্রন দিয়ে চিনি দিয়ে ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে জল ঢেলে ফুটতে দিতে হবে।

  8. 8

    মিশ্রন ঘন হলে পনির গুলো দিয়ে ফ্রেশ ক্রিম ও গরম মশলা গুঁড়ো দিয়ে 5 মিনিট পর নামিয়ে নিতে হবে।

  9. 9

    ফ্রেশ ক্রিম ও ভাজা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sunshine sushmita Das
sunshine sushmita Das @Sushmitacook2020
Lakshmikantapur (South 24 Pgs)
I love to cook and eat also (Foodie) ☺
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes