ডাল মাখানি (Dal makhani recipe in Bengali)

Sudipa Daw
Sudipa Daw @sudipa73

ডাল মাখানি (Dal makhani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 150 গ্রামকালো বিউলি ডাল
  2. 25 গ্রামরাজমা
  3. 1 চা চামচধনে গুঁড়ো
  4. 1 চা চামচরসুন গুঁড়ো
  5. 1 চা চামচহলুদের গুঁড়া
  6. 1 চিমটিকসুরি মেথি
  7. 1/2 চা চামচছোট এলাচ গুঁড়া
  8. স্বাদ মতোনুন ও চিনি
  9. প্রয়োজন মতসাদা তেল
  10. 4টেবিল চামচমাখন
  11. 2 টিপিঁয়াজ কুচি
  12. 3 টিটমেটো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডাল ও রাজমা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে ও কুকারের ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আগে থেকে পিষে রাখা টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে কশৌরি মেথি বাদে সব গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে।এখন নুন ও চিনি প্রয়োজন মত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হবে।

  4. 4

    সব মিলিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করে নিতে হবে আরও 15_20মিনিট। সব ভালোভাবে মিশে উপরে তেল ভেসে ওঠে এলে কশৌরি মেথি ও মাখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। গোলা রুটি দিয়ে খেতে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudipa Daw
Sudipa Daw @sudipa73

Similar Recipes